বিশ্বের দূষিততম দশ শহরের তালিকায় আছে ভারতের কলকাতা, দিল্লি আর মুম্বই, জানা গেল গত সপ্তাহের তালিকায়। কলকাতা আবার ঢাকাকে তিনে ঠেলে রুপো জিতেছে, সোনা পেয়েছে বাগদাদ। এই দূষণ বাতাসের গুণসূচকের নিরিখেই যখন, আর দু’দিন পরে করলে হত না? কালীপুজো-দেওয়ালিতে এ ভারত কতটা বাসযোগ্য ও শ্বাসযোগ্য, বোঝা যেত। নেতারা অবশ্য শুনে বলবেন, এ রিপোর্ট মানি না, নির্ঘাত বিদেশের চক্রান্ত। কিংবা: পড়শি দেশ বা শহরের দূষিত বাতাস এসে কুকীর্তি করছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)