Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Fake News

মতান্তরকে আমরা সমাজে পীড়ন করিতেছি... ১১০ বছর আগে লিখেছিলেন রবীন্দ্রনাথ, ঠিক যেন আজকেরই কথা

এই সময়েই প্রয়োজন অবিচলিত ও নির্বিকার সত্যের প্রতিষ্ঠা, ১৩১৫ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ যে কথা লিখেছিলেন।

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩০
Share: Save:

আজ থেকে ১১০ বছর আগে তৎকালীন বঙ্গীয় সমাজে ঘটে চলা কিছু ঘটনাপ্রবাহের প্রতিক্রিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখেছিলেন, আজ ২০১৯ সালে, বাংলা তথা সমগ্র ভারতভূমির প্রেক্ষাপটে নিদারুণ ভাবে প্রাসঙ্গিক হয়ে উঠল আরও এক বার। বিপুল এক ক্রোধ বিধ্বংসী ভঙ্গিমায় দ্রুতসঞ্চারী এখন, তারই ছায়ায় ঢাকা পড়ছে মাতৃভূমির আকাশ। যে আকাশে মিশছে আবিলতার গন্ধ। হুঙ্কার, আরও হুঙ্কার, আরও তীব্র হুঙ্কার— এই যখন সমাজমানসের চিত্র হয়ে দাঁড়ায়, তখন সেখানে আর যাই হোক, সত্যের স্থান থাকে না। এই সময়েই প্রয়োজন অবিচলিত ও নির্বিকার সত্যের প্রতিষ্ঠা, ১৩১৫ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ যে কথা লিখেছিলেন। তাঁর সেই ‘পথ ও পাথেয়’ নিবন্ধের একটা অংশ আমরা পুনঃপ্রকাশ করছি শুধুমাত্র প্রাসঙ্গিকতারই স্বার্থে নয়, হয়তো বা আত্মচিত্তশুদ্ধির লক্ষ্যেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE