গ্রাফিক: শৌভিক দেবনাথ।
পঞ্চায়েত ঘিরে আরও তপ্ত বাংলা। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সব অংশ থেকে গোলমালের খবর আসতে শুরু করেছে। আক্রমণের লক্ষ্য মূলত বিজেপি। বাম-কংগ্রেসের উপরেও হামলা হচ্ছে কোথাও কোথাও। রায়গঞ্জে গুলিবৃষ্টি হল। কোচবিহারে হামলা মিডিয়ার উপরে। ত্রাস সন্দেশখালিতে, ডায়মন্ড হারবারেও। প্রায় সর্বত্র অভিযোগের আঙুল শাসকের দিকে।
বিজেপি অবশ্য বিনা যুদ্ধে একটুও জমি ছাড়তে নারাজ। ‘জোড়া-ফলা’ নীতি নিয়ে তৃণমূলের মোকাবিলায় নামল বিজেপি। কলকাতায় নির্বাচন কমিশন ঘিরে বিক্ষোভ শুরু হল মুকুল রায়ের নেতৃত্বে। দিল্লিতে বিজেপি-র লিগ্যাল সেল পৌঁছে গেল সুপ্রিম কোর্টেও।
আন্তর্জাতিক ক্ষেত্রেও বড় খবর। সন্ত্রাস প্রশ্নে আরও বড় ধাক্কা খেল পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকায় পাকিস্তানের ১৩৯ জনের নাম। সে তালিকায় যেমন হাফিজ সইদ রয়েছে, তেমনই রয়েছে ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’ দাউদ ইব্রাহিমও।
দিনভর শিরোনামে থাকা খবরগুলো দেখে নিন কয়েক ঝলকে:
দিনভর কী কী ঘটল, জেনে নিন বিশদে:
বিরোধী রুখতে মরিয়া শাসক, হিংসা রাজ্য জুড়ে, গুলি-বোমা, মিডিয়াকে মার
পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার তৃতীয় দিনেও ছবিটা এক ইঞ্চি বদলাল না। রাজ্যের বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটল। কোথাও চলল বোমা, গুলি। কোথাও বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি চলল মারধর, ভাঙচুর। কোথাও আবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপর চড়াও হয়ে চলল মারধর। আর প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। সবিস্তার পড়তে ক্লিক করুন।
কমিশন ঘিরে বিক্ষোভ মুকুলের, ‘সন্ত্রাস’ রুখতে মামলা সুপ্রিম কোর্টেও
শাসকের বিরুদ্ধে বল্গাহীন সন্ত্রাসের অভিযোগ তুলে জোড়া প্রতিরোধ কৌশল নিল বিজেপি। কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দরজায় মুকুল রায়ের নেতৃত্বে শুরু হল বিক্ষোভ। দিল্লিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল দলের লিগ্যাল সেল। সবিস্তার পড়তে ক্লিক করুন।
সন্ত্রাসের নেটওয়ার্ক, রাষ্ট্রপুঞ্জের তালিকায় দাউদ-হাফিজ
একটা কাটতে না কাটতেই ফের নতুন ধাক্কার মুখে পাকিস্তান। মার্কিন বিদেশ দফতরের প্রকাশিত জঙ্গি সংগঠনের তালিকায় হাফিজ সইদের রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগের নাম ওঠার পর চব্বিশ ঘণ্টাও কাটল না। এবার রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদী তালিকায় উঠল পাকিস্তানে বসবাসরত ১৩৯ জনের নাম। এদের মধ্যে ভারতের মাটিতে একের পর এক হামলার চক্রী হাফিজ সইদ, দাউদ ইব্রাদিমের মতো কুচক্রীরা রয়েছে। সবিস্তার পড়তে ক্লিক করুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy