কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে স্বশাসিত বিশ্ববিদ্যালয় হতে চলেছে দক্ষিণ কলকাতার তিনটি কলেজ। তার মধ্যে একটি কলেজের প্রাক্তনী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার যোগমায়া দেবী, আশুতোষ এবং শ্যামাপ্রসাদ কলেজের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বহুদিনের ভাবনাকে বাস্তবায়িত করার মৌখিক আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, ২০১৮-২০১৯ সাল থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে স্বশাসিত হওয়ার ভাবনা ছিল তিনটি কলেজের। শুক্রবার সরস্বতী পুজোর দিন নিজের কলেজে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন আশুতোষ কলেজ এবং শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষও। এ দিন তিনটি কলেজের তরফে স্বশাসিত হওয়ার মৌখিক প্রস্তাবনা দেওয়া হয় তাঁকে। আর তাতেই আপাত ভাবে সায় দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবি বলেছেন, “মুখ্যমন্ত্রী বলেন এখনই এই প্রস্তাবনা কার্যকর করা সম্ভব নয়। আসন্ন বিধানসভা ভোটের পরই সরকারের তরফে পদক্ষেপ করা হবে। তবে তিনি যে আমাদের প্রস্তাবনা গ্রহণ করেছেন, তাতেই আমরা খুশি।” তিনি আরও জানান, তিনটি কলেজের অধ্যক্ষকে তাঁদের লিখিত প্রস্তাবনা যোগমায়া দেবী কলেজের পরিচালন সমিতির প্রেসিডেন্ট কাজরী বন্দ্যোপাধ্যায়কে জমা দিতে হবে। এর পর তিনিই মুখ্যমন্ত্রীর কাছে সেই প্রস্তাবনা পাঠাবেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শতবর্ষ পার হওয়া তিনটি কলেজের অস্তিত্ব অক্ষুণ্ণ রেখে একটি স্বশাসিত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয়েছে প্রস্তাবনায়। স্বশাসিত হলে নিত্যনতুন বিষয়ে পঠনপাঠন বা গবেষণা অনেকটাই স্বাধীন ভাবে করা যায়, তাই বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হতে চাইছে তিনটি কলেজ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজের অধ্যক্ষ অপূর্ব চক্রবর্তীও বলেন, “তিনটি কলেজ আসলে একটিই পরিবার। মুখ্যমন্ত্রীর বার্তায় আমরা অনেক আশ্বস্ত হলাম।”
কলেজ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, নতুন বিশ্ববিদ্যালয়ের নাম মুখ্যমন্ত্রীই স্থির করবেন। তবে প্রস্তাবনায় তাঁরা কয়েকটি নতুন বিষয় চালু করার কথা জানিয়েছেন। ভবিষ্যতে কলেজের পড়ুয়ারা যাতে দেশে-বিদেশে সমসাময়িক বিষয় নিয়ে গবেষণার সুযোগ পান, সে দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। একইসঙ্গে যাতে পড়ুয়াদের চাকরির সুযোগ আরও বৃদ্ধি পায়, সে রকম কর্মমুখী বিষয়ও চালু করা হবে।