আর্থিক বা লিঙ্গভিত্তিক অসাম্য, দারিদ্রের মতো একাধিক সমস্যায় জর্জরিত সমাজ। এ বার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিশেষ পাঠ দেবে বিধাননগরের ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ় (আইডিএসকে), কলকাতা। সম্প্রতি এই মর্মে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানে মোট চারটি বিষয়ের পাঠক্রম পড়ানো হবে। বিষয়গুলি হল— পভার্টি, ইনইকুইয়ালিটি অ্যান্ড ইস্যুজ় অফ ডেভেলপমেন্ট, জেন্ডার অ্যান্ড ইন্টারসেকশন্স, পাবলিক হিস্ট্রি এবং আন্ডারস্ট্যান্ডিং দি আরবান। স্বল্পমেয়াদি কোর্সের মেয়াদ মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত। প্রতিষ্ঠানেই কোর্সের ক্লাস হবে। কোর্স ফি ২,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নানা বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। যাঁদের কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থা, উন্নয়নমূলক কাজে নিয়োজিত সংস্থা বা সংবাদ সংস্থায় তিন বছর কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।