বিশ্ব উষ্ণায়নের প্রভাবের করাল গ্রাস থেকে ছাড় পাচ্ছে না কেউই। পরিবেশবিদদের মতে তার অন্যতম কারণ বাঁধনছাড়া উন্নয়নের পরিকল্পনা। তাই একাধিক সমস্যা থেকে পরিবেশকে বাঁচাতে সুস্থায়ী উন্নয়নই হতে পারে বাঁচার একমাত্র পথ। দৈনন্দিন জীবনযাপন থেকে শিল্পসংস্থা গড়ে তোলার ক্ষেত্রে কী ভাবে সুস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা-ই এখন আলোচনার বিষয়। কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম) তাই এ বিষয়ে পড়ুয়াদের বিশেষ পাঠ দেবে।
প্রতিষ্ঠানের পরিবেশ ব্যবস্থাপনা বিভাগ কোর্সের আয়োজনের দায়িত্বে। সংশ্লিষ্ট পাঠক্রমের নাম— ‘সাসটেনেবেল এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট’। এটি একটি অনলাইন সার্টিফিকেট কোর্স। মাত্র এক মাস ছ’দিন চলবে কোর্সের ক্লাস। শুরু হবে ২ এপ্রিল থেকে। শেষ ৯ মে। কোর্স ফি ৪১,৩০০ টাকা।
আরও পড়ুন:
-
কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমসিএ পড়ার সুযোগ, আয়োজন করা হবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের
-
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকতার সুযোগ, পোস্টিং কলকাতা-সহ অন্যান্য রাজ্যে
-
ক্যানসার প্রতিরোধের উপায় নিয়ে গবেষণা আইআইটি খড়্গপুরে, প্রকল্পের জন্য চলছে গবেষকের খোঁজ
-
দক্ষিণ দিনাজপুর জেলার স্কুলে শিক্ষকতার সুযোগ, যোগ্যতার কোন শর্ত স্থির করা হয়েছে?
কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত, সরকারি আধিকারিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরতরা। এ ছাড়া, পড়ুয়া এবং শিক্ষাবিদেরা কোর্সে যোগ দেওয়ার সুযোগ পাবেন।
অনলাইনে সপ্তাহে তিন দিন ক্লাসের আয়োজন করা হবে। বৃহস্পতি ও শুক্রবার ক্লাস চলবে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। শনিবার ক্লাস হবে দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত। ক্লাস করাবেন অভিজ্ঞ শিক্ষক এবং পেশাদারেরা।
আগ্রহীরা অনলাইনেই এর জন্য আবেদন করতে পারবেন। আগামী ২০ মার্চ আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।