প্রথম দফায় স্নাতকোত্তরের ভর্তি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এর পর আসন খালি রয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এবং অধীনস্থ কলেজগুলিতে। এমনকি ‘স্বঅর্থপুষ্ট’ কোর্সগুলিতেও আসন খালি রয়েছে। বুধবারই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, আগ্রহীদের থেকে অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।
চলতি বছর স্নাতকোত্তরের জন্য দ্বিতীয় দফায় এবং স্বঅর্থপুষ্ট’ কোর্সগুলির জন্য তৃতীয় দফায় বিশ্ববিদ্যালয়ের তরফে ভর্তির আয়োজন করা হচ্ছে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ছাড়াও আগ্রহীরা বাঁকুড়া ক্রিশ্চান কলেজ, বাঁকুড়া সম্মিলনী কলেজ, বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ, পাঁচমুড়া মহাবিদ্যালয়, রমানন্দ কলেজ, সরশুনা কলেজ-সহ নানা কলেজে ভর্তির সুযোগ পাবেন। পড়তে পারবেন বাংলা, ইংরেজি, সংস্কৃত, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, রসায়ন, গণিত, আইন, জিওইনফরমেটিক্স-সহ নানা বিষয়। এর মধ্যে সর্বাধিক আসন খালি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দু’টি বিভাগে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স-এ রয়েছে ৫৭টি আসন এবং সাংবাদিকতা ও গণজ্ঞাপন-এ রয়েছে ৪৫টি আসন।
আরও পড়ুন:
-
পিছিয়ে ভারত! সুস্থায়িত্বের বিচারে বিশ্ব তালিকার প্রথম ২০০-য় নেই এ দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠান
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন প্রয়োজন, যোগ্যতা যাচাইয়ের জন্য কবে ইন্টারভিউ?
-
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী প্রয়োজন, কোন পদের জন্য আবেদন গ্রহণ করা হবে?
-
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ক্যানসার নিয়ে গবেষণা, আইসিএমআর-এর অর্থপুষ্ট প্রকল্পে আবেদন কী ভাবে?
আগ্রহীরা আগামী ২০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ২১ নভেম্বর। মেধাতালিকা প্রকাশিত হবে ২২ নভেম্বর। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।