ফিজ়িয়োলজি নিয়ে পিএইচডির সুযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, সেলুলার অ্যান্ড মলিকিউলার ফিজ়িয়োলজি, সিস্টেমস ফিজ়িয়োলজি এবং অ্যাডভান্সড ফিজ়িয়োলজি বিষয়ে পিএইচডি-র আবেদন গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য রিসার্চ এলিজিবিলিটি টেস্ট এবং ইন্টারভিউ নেবে। ওই লিখিত পরীক্ষার ফলাফলের নিরিখে পড়ুয়াদের বাছাই করে নেওয়া হবে।
ফিজ়িয়োলজি বিষয়ে মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি অর্জন করেছেন, এমন পড়ুয়ারা পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট)— এর মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
এক ঘণ্টার রিসার্চ এলিজিবিলিটি টেস্ট-এর জন্য মাল্টিপল চয়েস কোয়েশ্চন (এমসিকিউ) থাকবে। তবে যাঁরা নেট বা সেট বা স্লেট দিয়েছেন, তাঁদের এই প্রবেশিকা দিতে হবে না।
এ জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ১৮ ডিসেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন জানাতে হবে। ৬ জানুয়ারি, ২০২৬-এর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ফল ১৩ জানুয়ারি প্রকাশের সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউয়ের জন্য ১৯ জানুয়ারি বাছাই করা প্রার্থীদের ডাকা হবে।