বছরের শুরুতেই দশম এবং দ্বাদশের পরীক্ষার্থীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পড়ুয়ারা যাতে স্নাতক স্তরে কোনও ভুয়ো শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে যান, সেই বিষয়েই বিশেষ সতর্কবার্তা বোর্ডের।
প্রতিটি শিক্ষাবর্ষ শুরুর আগেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করে থাকে। ২০২৫-এ সেই তালিকায় রয়েছে মোট ২২ টি প্রতিষ্ঠান। সিবিএসই-র তরফে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে পড়ুয়াদের সচেতন করার।
আরও পড়ুন:
পাশাপাশি, অভিভাবকদেরও সতর্ক করতে হবে ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় চিনবেন কী ভাবে সে বিষয়ে। একই সঙ্গে স্কুলের নোটিশ বোর্ডে এই সংক্রান্ত নির্দেশিকাও লাগিয়ে রাখার নির্দেশ দিয়েছে সিবিএসই।
২০২৬-এ সিবিএসই-র দশমের পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ এবং দ্বাদশের পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর ১০ থেকে ১৫ দিন আগে থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন পড়ুয়ারা।