সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম শ্রেণির পরীক্ষা এ বার বছরে দু’বার নেওয়া হবে। এ বিষয়ে সিবিএসই-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যাবে এই নিয়ম। প্রথম ধাপে পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। দ্বিতীয় ধাপে পরীক্ষা নেওয়া হবে মে মাসে। দ্বাদশ শ্রেণির আগেই ফল প্রকাশ করা হবে দশম শ্রেণির পরীক্ষার।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তি অনুযায়ী
১) সমস্ত পরীক্ষার্থীর জন্য দশমের প্রথম পরীক্ষাতে বসা বাধ্যতামূলক।
২) উত্তীর্ণ পড়ুয়ারা চাইলে বিজ্ঞান, গণিত, সোশ্যাল সায়েন্স এবং ভাষাভিত্তিক বিষয়গুলির মধ্যে থেকে যে কোনও তিনটি বিষয়ে নিজের ফলকে (পারফরম্যান্স) উন্নত করার সুযোগ পাবে দ্বিতীয় পরীক্ষায় বসার মাধ্যমে।
৩) প্রথম পরীক্ষার সময়ই যদি কোন পরীক্ষার্থী তিনটি বা তার বেশি বিষয়ে পরীক্ষায় না বসে, তা হলে তাকে দ্বিতীয় পরীক্ষার বসার অনুমতিও দেওয়া হবে না। ওই পড়ুয়াকে ‘এসেনসিয়াল রিপিট ক্যাটাগরি’তে রাখা হবে। যার অর্থ তাকে পরের বছর পুনরায় প্রথম পরীক্ষায় বসতে হবে।
৪) যদি কোনও পরীক্ষার্থীর প্রথম পরীক্ষাতে ‘কম্পার্টমেন্ট’ থাকে, তা হলে সে দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবে কিন্তু ‘কম্পার্টমেন্ট ক্যাটাগরি’তে।
৫) অভ্যন্তরীণ মূল্যায়ন (ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট) একবারই করা হবে মূল পরীক্ষার আগে।
৬) দশমের সম্পূর্ণ সিলেবাসে বছরে দু’টি পরীক্ষা হবে।
৭) প্রথম বা মূল পর্বের পরীক্ষায় কোন পরীক্ষার্থী উত্তীর্ণ না হলেও তাকে একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে। তবে সেটা তার দ্বিতীয় ভাগের পরীক্ষার ফলের উপর ভিত্তি করে। বছরে দু’বার সিবিএসই দশমের পরীক্ষা চালুর বিষয় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন ,জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসাবে বছরে দু’বার পরীক্ষা চালু হচ্ছে। এর মাধ্যমে পরীক্ষার চাপ কমার পাশাপাশি পড়াশোনার আনন্দমুখর পরিবেশ তৈরি হবে।
মূলত পড়ুয়াদের পড়াশোনার চাপ কমাতে এবং মূল্যায়নের উন্নতির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েক মাস আগে থেকেই বোর্ডের তরফে এ বিষয়ে জনমত গ্রহণ করা হচ্ছিল দেশের একাধিক সিবিএসই স্কুলগুলি থেকে। সেই প্রক্রিয়া চলতি বছরের ৯ মার্চ শেষ হয়। তার পরই বছরে দু’বার পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বোর্ডের তরফে।