Advertisement
E-Paper

বাড়ছে বাংলায় পড়ার উৎসাহ, ভিন্‌ রাজ্য থেকে জমা পড়ল দু’হাজার কাছে আবেদন

এ বছর এখনও পর্যন্ত বায়োলজিক্যাল সায়েন্সের বিষয়গুলি, কমার্স, ইতিহাস এবং ভাষাভিত্তিক বিষয়গুলিতে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ২১:০২
বাংলার বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

বাংলার বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রতীকী ছবি।

চলতি মাসের ১৭ তারিখ থেকে খুলে গিয়েছে স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল। ১৮ তারিখ সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল অনলাইনে আবেদনগ্রহণ প্রক্রিয়া। এ বছর এখনও পর্যন্ত বায়োলজিক্যাল সায়েন্সের বিষয়গুলি, কমার্স, ইতিহাস এবং ভাষাভিত্তিক বিষয়গুলিতে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছে।

উল্লেখযোগ্য ভাবে পাল্লা দিয়ে প্রায় তিন গুণ বাড়ল প্রথম সাত দিনে ভিন্ রাজ্য থেকে আবেদনের সংখ্যা। গত বছর ভিন্ রাজ্য থেকে এ রাজ্যে রেজিস্ট্রেশন পড়েছিল মাত্র ৫০০ জনের। এ বছর সংখ্যাটা অনেক বেশি। সাত দিনে ভিন্ রাজ্য থেকে প্রায় দু’হাজারের কাছে পড়ুয়া আবেদন করেছেন। উচ্চ শিক্ষা দফতর সূত্রের খবর, কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা, অসম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর এবং উত্তরপ্রদেশ থেকে জমা পড়েছে আবেদন। পাশাপাশি, এ বছর চ্যাটবট ‘বীণা’-র মাধ্যমে পড়ুয়ারা আবেদনের নানা তথ্য জানতে পারছেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে ১২ লক্ষ ৭৫ হাজার ৭০৯টি। পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন ২ লক্ষ ৫১ হাজার ৬৯৭ জন। ওয়েবসাইটে ‘ভিজ়িট’ করেছেন এখনও পর্যন্ত ২২ লক্ষ ৩৭ হাজার ৯১৬জন। রাজ্য থেকে আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৪৯ হাজার ৮৫৫টি এবং রাজ্যের বাইরে থেকে ১৮৪২জনের আবেদন জমা পড়েছে।

উল্লেখ্য, গত বছর থেকে চালু হয়েছে ‘সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল’। এই পোর্টালের মাধ্যমে ১৭টি বিশ্ববিদ্যালয়, ৪৬০টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন পড়ুয়ারা। দেশের যে কোনও স্বীকৃত বোর্ড/কাউন্সিল/সমতুল প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা আবেদন করতে পারবেন। চলতি বছর ওবিসি সংরক্ষণ মামলা বিচারাধীন থাকায় ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না, এমনই দাবি করেছিল শিক্ষা দফতর। তবে অবশেষে ১৮ জুন থেকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া।

চলতি শিক্ষাবর্ষে অভিন্ন ভর্তির পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন সহায়তা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নাম দেওয়া হয়েছে ‘বীণা’। শিক্ষার্থীদের যে কোনও প্রশ্নের উত্তর দেবে এই ‘এআই বট’। শুধু তা-ই নয়, আগের বছরের মতো হেল্পলাইন নম্বরও চালু থাকছে। ব্রাত্য জানিয়েছিলেন, ৪৬০টি কলেজের জন্য এই অভিন্ন ভর্তির পোর্টাল চালু করা হয়েছে। এক জন শিক্ষার্থী সর্বাধিক ২৫টি কলেজে আবেদন করতে পারবেন। বিনামূল্যে আবেদনের সুযোগ পাবেন তাঁরা।

WB Centralized Admission Centralized Admission Portal UG Admission Collage Admission 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy