আইনের স্নাতক এবং স্নাতকোত্তর প্রবেশিকা কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৬-এর আয়োজন করা হবে আগামী ৭ ডিসেম্বর। এ জন্য গত অগস্টে শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া। এ বার পরীক্ষায় নাম নথিভুক্তকরণের সময়সীমা বাড়ানো হল কনসরটিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ় (এনএলইউ)।
দেশের বিভিন্ন আইন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আইন নিয়ে উচ্চশিক্ষার জন্য জাতীয় স্তরে ক্ল্যাটের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে আয়োজন করা হয় পরীক্ষার। চলতি বছরে ৭ ডিসেম্বর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষা হবে খাতা-কলমে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেশের ২৫টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় এবং অন্য কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানেও আইন নিয়ে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।
আরও পড়ুন:
গত জুলাইয়ে পরীক্ষার দিন ঘোষণার পাশাপাশি জানানো হয়েছিল আবেদনের দিনক্ষণও। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ অগস্ট শুরু হয় পরীক্ষায় আবেদন গ্রহণ। যার শেষ দিন ছিল গত ৩১ অক্টোবর। সম্প্রতি আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, পরীক্ষার্থীদের কথা ভেবে এই সময়সীমা বাড়িয়ে আগামী ৭ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ৩,৫০০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৪,০০০ টাকা।
আরও পড়ুন:
-
সিবিএসই স্কুলগুলির জন্য প্রকাশিত অ্যাকাডেমিক পারফরম্যান্স রিপোর্ট, পড়ার সঙ্গে গুরুত্ব খেলাধুলাতেও
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় গবেষক প্রয়োজন, কারা আবেদন জানাতে পারবেন?
-
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রয়োজন, কোন বিষয় পড়াতে হবে?
-
স্নাতক উত্তীর্ণ? পিজি ডিপ্লোমা করতে পারেন মানবাধিকারে যাদবপুরে শুরু ভর্তি প্রক্রিয়া