গবেষণার কাজের সুযোগ দিচ্ছে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষিতেরা গবেষণার কাজে যোগদানের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের একটি বিভাগের জন্য নির্দিষ্ট মেয়াদে গবেষণার কাজ করা যাবে। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের স্কুল অফ অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস-এর জন্য এই নিয়োগ। স্কুলে ‘ওএলইডি প্রপার্টিজ’ ক্ষেত্রের উপর গবেষণার কাজ হবে। গবেষণার জন্য অর্থসাহায্য করবে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)।
প্রকল্পের জন্য নিয়োগ হবে রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে। শূন্যপদ একটি। প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর, যা পরবর্তী কালে আরও এক বছর বাড়ানো হতে পারে। নিযুক্তকে প্রতি মাসে সার্ব-এর নির্ধারিত নিয়ম মেনেই সাম্মানিক দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন:
তবে, সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের পদার্থবিদ্যা, রসায়ন বা মেটিরিয়ালস সায়েন্সে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে পিএইচডি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে জীবনপঞ্জি, কভার লেটার এবং অন্য নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ৫ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা, প্রকাশিত গবেষণা প্রবন্ধ-সহ অন্য দিক বিচার করে প্রথম পর্বের বাছাই প্রক্রিয়া শেষ হবে। সেই বাছাই প্রার্থীদেরই এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।