Advertisement
E-Paper

বিশ্ব অর্থনীতির প্রগতিতে চর্চায় ভারতের ভূমিকা, আন্তর্জাতিক সম্মেলনে শামিল বিশেষজ্ঞরা

যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব অর্থনীতির পরিবর্তিত রূপ নিয়ে আলোচনা করেন দেশ ও বিদেশের বিশেষজ্ঞরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১০:৩৮
Distinguished guests at the conference discussed the changing international economy.

সম্মেলনে উপস্থিত বিশিষ্ট অতিথিরা পরিবর্তনশীল আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে চর্চা করেন। নিজস্ব চিত্র।

সময়ের সঙ্গে দ্রুত বদলে চলেছে বিশ্ব অর্থনীতি। পরিবর্তিত আর্থিক পরিস্থিতিতে ভারত আন্তর্জাতিক স্তরে কতটা সময়োপযোগী হয়ে উঠছে, তা নিয়েই কলকাতায় অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা।

‘ইআইআইএলএম কলকাতা’ এবং ‘ইন্ডিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশন’ (আইএএআরএফ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক সময়ে বিশ্ব অর্থনীতি কোন ছন্দে চলছে, এবং আমেরিকা, ইউরোপ ও এশিয়া কতটা তাল মিলিয়ে এগিয়ে চলেছে, চর্চায় ছিল সেই বিষয়টিও। তিন মহাদেশের অর্থনৈতিক সম্পর্ক, উন্নত প্রযুক্তির প্রভাব কী ভাবে আন্তর্জাতিক বাজারে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তা নিয়ে বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক সম্মেলনে শামিল হয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।

আন্তর্জাতিক সম্মেলনে শামিল হয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। নিজস্ব চিত্র।

‘ইআইআইএলএম কলকাতা’র চেয়ারম্যান ও ডিরেক্টর এবং ‘আইএএআরএফ’-এর প্রেসিডেন্ট অধ্যাপক আর.পি.বন্দোপাধ্যায়ের নেতৃত্বে আন্তর্জাতিক সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়। তিনি বলেন, “বিগত দেড় দশকে ভারতীয় অর্থনীতির আমূল পরিবর্তন হয়েছে। এশিয়ার বেশ কিছু ধনী দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। ক্রমবর্ধমান অর্থনীতি এবং বিনিয়োগের সুযোগ থাকায়, ভারত এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে।”

Professor R.P. Bandyopadhyay, Chairman and Director of EIILM Kolkata and President of IAARF, is speaking.

বক্তব্য রাখছেন ‘ইআইআইএলএম কলকাতা’র চেয়ারম্যান ও ডিরেক্টর এবং ‘আইএএআরএফ’-এর প্রেসিডেন্ট অধ্যাপক আর.পি.বন্দোপাধ্যায়। নিজস্ব চিত্র।

সম্মেলনের মূল বক্তা অর্থনৈতিক বিশ্লেষক এবং প্রাক্তন ‘ডিলয়েড’ কনসালটিং পার্টনার এবং অধ্যাপক পিটার পি. মুলার বলেন, ‘‘বর্তমানে বিশ্ব অর্থনীতির আঞ্চলিক ভাবে বিভক্ত হওয়ার সুযোগ নেই। প্রতিটি দেশের আর্থিক পরিস্থিতি একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই উন্নত প্রযুক্তি, আঞ্চলিক অর্থনৈতিক শক্তিবৃদ্ধি এবং বাণিজ্যের সম্প্রসারণ আমাদের নতুন পথে চালিত করে চলেছে।”

বক্তব্য রাখছেন সম্মেলনের মূল বক্তা অর্থনৈতিক বিশ্লেষক এবং প্রাক্তন ‘ডিলয়েড’ কনসালটিং পার্টনার  এবং অধ্যাপক পিটার পি. মুলার।

বক্তব্য রাখছেন সম্মেলনের মূল বক্তা অর্থনৈতিক বিশ্লেষক এবং প্রাক্তন ‘ডিলয়েড’ কনসালটিং পার্টনার এবং অধ্যাপক পিটার পি. মুলার। নিজস্ব চিত্র।

বিশিষ্ট অতিথিরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে উল্লেখ্য—

১) আমেরিকা, ইউরোপ এবং এশিয়া— বিশ্বের তিন প্রধান শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রের বাণিজ্য ও শুল্ক নীতিতে পরিবর্তন

২) আন্তর্জাতিক স্তরে ভারতের আর্থিক উন্নয়ন এবং তার ভবিষ্যৎ

৩) পরিবর্তনশীল আর্থিক স্থিতিতে নেতৃত্বদানের প্রাসঙ্গিকতা এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রয়োজনীয়তা

৪) জলবায়ু পরিবর্তনের প্রভাবে অর্থনীতির ভূমিকা এবং শিল্প-সংস্থার দায়বদ্ধতা

আন্তর্জাতিক সম্মেলনে শামিল হয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।

আন্তর্জাতিক সম্মেলনে শামিল হয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। নিজস্ব চিত্র।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জোনাল হেড ও সিজিএম হেমন্ত বর্মা, সোস্যাইটি জেনারেলের প্রধান অর্থনীতিবিদ কুনাল কুমার কুন্ডু, দামোদার ভ্যালি কর্পোরেশনের ফিনান্স বিভাগের আধিকারিক অরূপ সরকার, ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস্’-এর সিএফও সঞ্জয় বাঙ্কা, ‘আইএএআরএফ’-এর প্রাক্তন সভাপতি অধ্যাপক ভবতোষ বন্দোপাধ্যায়, ‘বিএআরসি ইন্ডিয়া’র বিক্রমজিৎ চৌধুরি, ‘আইবিএম’-এর সন্দীপন সরকার, ভুবনেশ্বরের ‘এএসবিএম বিশ্ববিদ্যালয়’-এর উপাচার্য প্রফেসর রঞ্জন কুমার বল, ‘ইআইআইএলএম কলকাতা’র প্রধান পরামর্শদাতা ও মেন্টর এস. কে. দত্ত, ‘সেলসফোর্স’-র সলিউশন আর্কিটেক্ট ও গ্লোবাল সলিউশন লিডার সৌগত দাস, প্রোটিন ই-গভ লিমিটেডের এগজ়িকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও সন্দীপ মন্ত্রী, সায়েন্স সিটি কলকাতার অধ্যক্ষ শুভ শঙ্কর ঘোষ, ‘আইবিএম’-এর গ্লোবাল টেকনোলজি এগজ়িকিউটিভ সন্দীপন সরকার, সায়েন্স সিটির কিউরেটর শুভশঙ্কর ঘোষ, মুম্বই বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান সঞ্জয় দেশমুখ, ‘ডেভএইড সার্ভিসেস’-এর স্ট্র্যাটেজিক ফ্র্যাকশনাল সিএফও ও ম্যানেজিং পার্টনার ইন্দ্রজিৎ দেব রায়, ‘টিসিজি ক্রেস্ট’-এর ফিনান্স অ্যান্ড অপারেশন ডিরেক্টর সুপ্রকাশ দাস, ‘ব্যাঙ্ক অব নিউ ইয়র্ক মেলন’-এর ভাইস প্রেসিডেন্ট বলিরাম মুতাগিকর, ‘মারিকো লিমিটেড’-এর আধিকারিক শ্রীময়ী চক্রবর্তী ভট্টাচার্য, ‘ড্রাঙ্ক ইন্ডিয়া’র সিএফও মৌ মুখোপাধ্যায় এবং বিভিন্ন ব্যাঙ্ক, বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

আন্তর্জাতিক সম্মেলনে শামিল হয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।

আন্তর্জাতিক সম্মেলনে শামিল হয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। নিজস্ব চিত্র।

এই সম্মেলন ‘ইআইআইএলএম কলকাতা’র শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিশেষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছে। দ্রুত পরিবর্তনশীল আর্থিক পরিস্থিতির সাপেক্ষে এই আলোচনা সভা শিক্ষা এবং শিল্পক্ষেত্রের মধ্যে বিশেষ সংযোগ গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করেছে। আগামীতে এই আলোচনা এবং পরামর্শ শিক্ষাক্ষেত্রের নবীন স্নাতক এবং শিক্ষকদের পরিকাঠামোয় যথাযথ অবদান রাখতে সাহায্য করবে, এমনটাই আশা আয়োজকদের।

এই সম্মেলনের ডিজিটাল মিডিয়া পার্টনার ছিল আনন্দবাজার ডট কম।

International Conference India Finance Finance Tips Global Economic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy