Advertisement
২৬ এপ্রিল ২০২৪
West Bengal Police

রাজ্যে কনস্টেবল থেকে এএসআই হওয়ার সুযোগ, কী ভাবে? রইল বিস্তারিত

দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কনস্টেবল থেকে এএসআই হওয়ার সুযোগ।

কনস্টেবল থেকে এএসআই হওয়ার সুযোগ। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৯
Share: Save:

রাজ্যে পুলিশ কনস্টেবল থেকে এএসআই/ এলএএসআই এবং এএসআই (এবি) পদে নিযুক্ত হওয়ার পরীক্ষা হবে শীগ্রই। দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ইচ্ছুক প্রার্থীদের পরীক্ষায় বসার জন্য প্রথমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যে সমস্ত কনস্টেবলের ১ জানুয়ারি ’২৩-এর মধ্যে চাকরির পাঁচ বছর সম্পন্ন হয়ে গিয়েছে, তাঁরা এই পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবেন।

কনস্টেবল এএসআই/ এলএএসআই এবং এএসআই (এবি) পদে নিযুক্ত হওয়ার জন্য লিখিত পরীক্ষা হবে। এ ছাড়াও আবেদনকারীদের আগের কাজের রেকর্ডও যাচাই করা হবে।

আবেদন প্রক্রিয়া:

এই https://wbpolice.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৭ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এই ওয়েবসাইটটি দেখুন: https://wbpolice.gov.in/।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE