গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি (জিসিইসিটি)-এ গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। এ কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, নির্দিষ্ট মেয়াদের জন্য কেন্দ্রের অর্থপুষ্ট একটি প্রকল্পে কাজ করতে হবে নিযুক্তদের। এ জন্য প্রার্থীরা অনলাইনেই আবেদন করতে পারবেন।
সরকারি এই প্রতিষ্ঠানের সেরামিক টেকনোলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। এর জন্য অর্থ জোগাবে কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজ়াইন ইনস্টিটিউট (সিএমপিডিআই)। গবেষণার বিষয়— ‘ডেভেলপমেন্ট অফ ভ্যালু অ্যাডেড অ্যাব্রেশন রেসিস্ট্যান্ট সেরামিক টাইলস অ্যান্ড ইন্সুলেশন রিফ্র্যাক্টারিজ ইউজ়িং কোল মাইন ওভারবারডেন।’
প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে। শূন্যপদ দু’টি। প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর নিযুক্তদের কাজের দক্ষতা ভিত্তিতে বা প্রকল্পের প্রয়োজনে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
জেআরএফ এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদন জানাতে পারবেন অনূর্ধ্ব ২৮ এবং ৩৫ বছর বয়সিরা। জেআরএফ পদে নিযুক্তকে মাসে ৩৭,০০০ টাকা এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে নিযুক্তকে মাসে ২৫,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।
জেআরএফ পদের জন্য প্রার্থীদের সেরামিক/ মেটালার্জি/ মেটিরিয়ালস সায়েন্স/ /মাইনিং/ কেমিক্যাল/ মেকানিক্যাল/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক/ এমই/ এমটেক-এর পাশাপাশি নেট/ গেট-এর মতো জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ১১ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর ১৪ অক্টোবর দুপুর ২টো থেকে প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।