কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেখানে দু’টি বিভাগের অধীনে একাধিক বিষয় নিয়ে গবেষণার সুযোগ রয়েছে। এ জন্য সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে।
বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার (কৃষি) এবং হর্টিকালচার (উদ্যানপালন) বিভাগ থেকে পিএইচডি-র সুযোগ রয়েছে। পড়ুয়াদের জন্য এগ্রিকালচারাল ইকোনমিক্স, এন্টেমোলজি, এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স, অ্যাগ্রোনমি, প্ল্যান্ট প্যাথোলজি, সয়েল সায়েন্স, ফরেস্ট্রি, ফ্রুট সায়েন্স, ভেজিটেবেল সায়েন্স, ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং-সহ নানা বিষয়ে গবেষণার সুযোগ পাবেন। দু’টি বিভাগ মিলিয়ে মোট আসনসংখ্যা ৮৪।
আরও পড়ুন:
আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে ২৩ বছর। পাশাপাশি, তাঁদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচারাল/ হর্টিকালচারাল/ ফরেস্ট্রি সায়েন্সে স্নাতকের পর স্নাতকোত্তরে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য নম্বরের ছাড় থাকবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
পিএইচডি-তে ভর্তির জন্য পড়ুয়াদের স্নাতক, স্নাতকোত্তর এবং বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা যাচাই করে ভর্তি নেওয়া হবে। প্রবেশিকা পরীক্ষায় থাকবে ৭০ নম্বর। পরীক্ষা চলবে এক ঘণ্টা।
আগ্রহীদের এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ৭৫০ এবং ১,৫০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১৪ অক্টোবর। প্রবেশিকার আয়োজন করা হবে ৮ নভেম্বর। মেধাতলিকা প্রকাশ করা হবে ১৪ নভেম্বর। ২১ নভেম্বর হবে কাউন্সেলিং। বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর থেকে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।