মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি) থেকে ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে ডিপ্লোমার সুযোগ। দ্বিতীয় দফায় সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রের অর্থপুষ্ট এই প্রতিষ্ঠান। ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগ্রহীদের থেকে।
প্রতিষ্ঠানের ডিপ্লোমা কোর্সটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (ডব্লিউবিএসসিটিভিইএসডি) দ্বারা স্বীকৃত। যে সমস্ত বিষয়ে ডিপ্লোমা করা যাবে, সেগুলি হল— ১) সিভিল ইঞ্জিনিয়ারিং, ২) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ৩) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৪) ফুড প্রসেসিং টেকনোলজি এবং ৫) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
ডিপ্লোমা কোর্সগুলির মেয়াদ তিন বছর। প্রতি বিষয়ের ক্ষেত্রে মোট ৬০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন:
কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের দশমের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমা নির্ধারণ করা হয়নি। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য নির্ধারিত আবেদনমূল্য যথাক্রমে ৫০০ এবং ১০০০ টাকা। বিশেষ ভাবে সক্ষমদের জন্য থাকবে ছাড়। আগামী ৫ অগস্ট আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।