মালদহের কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয় পড়ার সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-র তরফে। কলেজে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
প্রতিষ্ঠান থেকে বিটেক কোর্স করা যাবে। পড়া যাবে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এআই অ্যান্ড এমএল), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য প্রতিষ্ঠানের তরফে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে।
আরও পড়ুন:
আসনসংখ্যা:
১) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং—২৯
২) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এআই অ্যান্ড এমএল)—৮
৩) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং—১১
৪) ফুড টেকনোলজি—২৯
৫) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং—২২
পড়ুয়াদের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সমস্ত কোর্সে ভর্তি নেওয়া হবে। তাঁদের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে। নম্বর থাকতে হবে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর। ন্যূনতম বয়স হতে হবে ১৭ বছর। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
আরও পড়ুন:
প্রতিষ্ঠানে আগামী ১০ সেপ্টেম্বর কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। উপস্থিত হতে হবে সমস্ত নথি নিয়ে। এ সংক্রান্ত বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।