বিজ্ঞান নিয়ে যাঁদের উচ্চশিক্ষা, তাঁদের জন্য এ বার গবেষণাধর্মী কাজের সুযোগ দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তেমনই। কেন্দ্রীয় অর্থ সহায়তায় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রকল্পে কাজ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অধীনে ‘ডেসিফারিং দ্য মলিকিউলার মেকানিজম অফ সাইক্লিক নিউক্লিয়োটাইড সিগন্যালিং ইন মডিউলেশন অফ সাইটোকাইন, কেমোকাইন্স অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস ইন ম্যাক্রোফে জ়বায়োলজি: ইমপ্লিকেশন্স ফর ইন্টারভেনশন স্ট্র্যাটেজিস’ প্রকল্পে গবেষক প্রয়োজন। প্রকল্পের জন্য অর্থ জোগাবে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি (ডিবিটি)।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। গবেষক নিয়োগ করা হবে অস্থায়ী ভাবে। প্রকল্পের কাজ যত দিন চলবে, তত দিন গবেষণার সুযোগ পাবেন নিযুক্ত ব্যক্তি। ফেলোশিপ হবে মাসে ২০,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ অতিরিক্ত ভাতা।
আরও পড়ুন:
আবেদনকারীদের জন্য কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি। জানানো হয়েছে, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের কোনও বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও অন্য মাপকাঠি রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে আগামী ৪ সেপ্টেম্বর ইন্টারভিউ আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্য সমস্ত নথি নিয়ে দুপুর ১১.৩০-এর মধ্যে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ শুরু দুপুর ১২টা থেকে। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।