মানব মনের এক বৃহৎ অংশই আলোকিত নয়। সেখানে কখন কী প্রতিক্রিয়া তৈরি হয়, তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সমাজ গঠনের আদি পর্ব থেকেই মানবমনে অপরাধ প্রবণতা তৈরি হয়েছে। কারণ অপরাধ নির্ধারিত হয় সমাজের সাপেক্ষেই। আধুনিক বিশ্বে কোথাও খুন-ধর্ষণ, কোথাও চুরি ডাকাতির মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
এই অপরাধ প্রবণতার উৎস কোথায়, কী কারণে এতো অপরাধ সংঘঠিত হয়, অপরাধীদের মনে কোন ভাবনা কাজ করে— এ সব বিষয়ের খুঁটিনাটি জানাতে বিশেষ কোর্স চালু করছে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস), বিধাননগর। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে এই কোর্সের কথা।
বিশ্ববিদ্যালয়ের তরফে ‘ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিন্যাল জাস্টিস সায়েন্স’ শীর্ষক একটি পাঠক্রম পড়ানো হবে। এটি দু’বছরের একটি স্নাতকোত্তর কোর্স। যা পড়ানো হবে হাইব্রিড (অনলাইন-অফলাইন) মাধ্যমে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে পারবেন আইন প্রয়োগকারী কর্মকর্তা, আইনজীবী, ফরেন্সিক বিশেষজ্ঞ, সমাজকর্মী, আইন বিষয়ে খবর করেন এমন সাংবাদিক, অন্য ক্ষেত্রে কর্মরত যে কোনও আগ্রহী ব্যক্তি। তবে তাঁদের প্রত্যেককেই স্নাতক স্তরে যে কোনও বিষয় নিয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
নতুন এই স্নাতকোত্তর কোর্সে পড়ানো হবে ক্রিমিনোলজি, ভিক্টিমোলজি, সাইবার ক্রাইম ও ফরেন্সিক টেকনোলজি-র মতো বিষয়। শুধু ক্লাস ভিত্তিক পড়াশোনা নয়, কেস স্টাডিজ়, ফিল্ড ভিজ়িট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করছেন, এমন পেশাদারদের সঙ্গে আলাপচারিতারও সুযোগ মিলবে।
আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২৮ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে আগ্রহীদের। প্রতিষ্ঠানে পরীক্ষার আয়োজন করা হবে ৩০ অগস্ট। ফল ঘোষণা করা হবে ২ সেপ্টেম্বর। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।