বর্তমান ইন্টারনেটের যুগে তথ্য সুরক্ষা বিষয়ক শিক্ষা এবং সচেতনতার প্রসার নিয়ে গবেষণাধর্মী কাজ হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায়। এই প্রকল্পের জন্যই খোঁজা হচ্ছে গবেষক। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রকল্পটি কেন্দ্রের অর্থপুষ্ট। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।
প্রতিষ্ঠানের আর সি বোস সেন্টার ফর ক্রিপ্টোলজি অ্যান্ড সিকিউরিটিতে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। প্রকল্পটির নাম— ‘ইনফরমেশন সিকিউরিটি এডুকেশন অ্যান্ড অ্যাওয়েআরনেস ফেজ়-৩’। গবেষণার জন্য অর্থসাহায্য করবে কেন্দ্রের ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
প্রকল্পে এসআরএফ/ জেআরএফ/ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট/ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট/ ইয়ং ফেলো পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। প্রকল্পের কাজে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর তাঁর কাজের দক্ষতা এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের সাম্মানিক দেওয়া হবে মাসে ৪২,০০০ টাকা।
প্রকল্পটিতে আবেদনের জন্য প্রার্থীদের গণিত/ কম্পিউটার সায়েন্স বা সম্পর্কিত বিষয়ে এমএসসি/ এমটেক থাকতে হবে। গণিত/ কম্পিউটার সায়েন্স বা সম্পর্কিত বিষয়ে পিএইচডি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৯ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।