ভারতীয় বায়ুসেনায় যোগ দিতে চাইলে বসতে হবে পরীক্ষা। এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট ২০২৬-এর (অ্যাফক্যাট) জন্য নাম নথিভুক্তকরণ শুরু করা হবে শীঘ্রই। ৩১ জানুয়ারি, ২০২৬-এ ওই পরীক্ষা হতে চলেছে। মহিলা এবং পুরুষ— উভয়েই এই পরীক্ষায় বসতে পারবেন। উত্তীর্ণদের কমিশন অফিসার হিসাবে ফ্লাইং অ্যান্ড গ্রাউন্ড ডিউটি শাখায় নিয়োগ করা হবে। নিযুক্তেরা প্রতি মাসে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা বেতন হিসাবে পাবেন।
গ্রাউন্ড ডিউটি পদে এরোনটিক্যাল, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার কিংবা সমতুল শাখায় ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, এমন প্রার্থীদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তবে, তাঁদের ক্ষেত্রে অ্যাসোসিয়েট মেম্বারশিপ ইনস্টিটিউটশন অফ ইঞ্জিনিয়ারস কিংবা এরোনটিক্যাল সোস্যাইটি অফ ইন্ডিয়া-র ‘এ’ এবং ‘বি’ পরীক্ষায় ৬০ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া বাঞ্ছনীয়।
আরও পড়ুন:
ফ্লাইং শাখায় আবেদনকারীদের দ্বাদশে অঙ্ক এবং পদার্থবিদ্যা থাকা বাঞ্ছনীয়। পাশাপাশি স্নাতকে ৬০ শতাংশের বেশি নম্বর থাকা প্রয়োজন। যাঁরা ইঞ্জিনিয়ারিং শাখায় অ্যাসোসিয়েট মেম্বারশিপ ইনস্টিটিউটশন অফ ইঞ্জিনিয়ারস কিংবা এরোনটিক্যাল সোস্যাইটি অফ ইন্ডিয়া-র ‘এ’ এবং ‘বি’ পরীক্ষায় ৬০ শতাংশের বেশি নম্বর পেয়ে স্নাতক উত্তীর্ণ হয়েছেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়াও যাঁরা ওয়েপন সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিকস, অ্যাকাউন্টস, এডুকেশন, মেটিরোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা উল্লিখিত পরীক্ষাটি দিতে পারবেন।
২২ জানুয়ারি থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ভারতীয় বায়ুসেনা-র ওয়েবসাইট থেকেই তা পাওয়া যাবে। পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, পটনা-সহ বিভিন্ন শহরে। উত্তীর্ণদের ইন্টারভিউ নেবে এয়ারফোর্স সিলেকশন বোর্ড।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ১৭ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তা জমা দেওয়া যাবে। আবেদনমূল্য হিসাবে ৫৫০ টাকা ধার্য করা হয়েছে।