Advertisement
২৭ এপ্রিল ২০২৪
IPS

আইপিএস অফিসার হতে চান? এই বিষয়গুলির দিকে নজর রাখলেই কেল্লাফতে!

এই প্রতিবেদনে আইপিএস অফিসার হওয়ার যোগ্যতা, কী পরীক্ষা দিতে হয়, সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১১:৩২
Share: Save:

ভারতীয় পুলিশ পরিষেবা বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) সর্বভারতীয় তিনটি পরিষেবার মধ্যে একটি। সিভিল সার্ভিস পরীক্ষায় যে সকল প্রার্থী অংশ নেন, তার মধ্যে ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হন, মেধা তালিকার ভিত্তিতে এই পদে নিযুক্ত হতে পারেন। এই প্রতিবেদনে আইপিএস অফিসার হওয়ার যোগ্যতা, কী পরীক্ষা দিতে হয়, সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

যোগ্যতা

  • ভারত, নেপাল এবং ভুটানের নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
  • স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হয়।
  • প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হয়। এসসি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় থাকে এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে তিন বছর ছাড় থাকে।
  • মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫০ সেন্টিমিটার। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেন্টিমিটার।
  • সাধারণ বিভাগের প্রার্থীরা ইউপিএসসি পরীক্ষা ছ’বার দিতে পারবেন এবংওবিসি প্রার্থীরা ৯ বার দিতে পারবেন এই পরীক্ষা। এসসি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে এই ধরণের কোনও নিয়ম নেই।

আইপিএস পরীক্ষার পাঠ্যসূচি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) দ্বারা নির্ধারিত হয়।

পাঠ্যসূচিতে যে বিষয়গুলি রয়েছে:

  • প্রাথমিক পরীক্ষা, পেপার ১

সাধারণ শিক্ষা (জেনারেল স্টাডিস়) এর বিষয়ের উপর প্রশ্নপত্র তৈরি হয়।

  • পেপার ২

কম্প্রিহেনশন, ইন্টারপার্সোনাল অ্যাপ্টইটিউড, বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং যৌক্তিক বোধ , সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধান, সাধারণ মানসিক ক্ষমতা সংক্রান্ত বিষয়গুলির উপর প্রশ্নপত্র তৈরি করা হয়।

  • মূল পরীক্ষা, পেপার ১

ভারতীয় ভাষার উপর ভিত্তি করে প্রশ্নপত্র তৈরি করা হয় ৩০০ নম্বরের। সুনির্দিষ্ট লেখা শব্দভান্ডার সংক্ষিপ্ত প্রবন্ধ ইংরেজি থেকে অন্য ভারতীয় ভাষায় অনুবাদ (প্রার্থীরা নিজের স্বাচ্ছন্দ্য অনুয়ায়ী বেছে নিতে পারেন অনুবাদের ভাষা)

  • পেপার ২

ইংরেজি ভাষার উপর দক্ষতার পরীক্ষা হয় ৩০০ নম্বরের।

পরীক্ষার পদ্ধতি

আইপিএস প্রাথমিক পরীক্ষা মূলত দু’টি ভাগে হয়ে থাকে। সিভিল সার্ভিস অ্যাপ্টিটিউড টেস্ট (সিএসএটি) এবং জেনারেল স্টাডিস়।

এই দু’টি ভাগের প্রশ্নপত্র তৈরি হয় বহু নির্বাচনী প্রশ্ন দ্বারা। মোট ২ ঘণ্টার পরীক্ষা হয়। ২০০ নম্বরের দু’টি পেপারে পরীক্ষা হয়ে থাকে। ইংরেজি ও হিন্দি ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হয়। এবং ইংরেজি পেপারের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র শুধুমাত্র ইংরেজিতেই তৈরি হয়ে থাকে।

  • মূল পরীক্ষা

প্রার্থীদের প্রাথমিক পরীক্ষায় পাশ করতে হবে মূল পরীক্ষায় বসার জন্য। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মেধা তালিকার উপর ভিত্তি করে সাক্ষাৎকার পর্যায়ে ডাকা হয়। এই পর্যায় হল চূড়ান্ত ধাপ। সাক্ষাৎকারে পাশ করার পর প্রার্থীর মেধা তালিকার উপর ভিত্তি করে নিয়োগ করা হয়। ভারতীয় পুলিশ পরিষেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।

আইপিএসঅফিসারদের কী কী দায়িত্ব থাকে, নীচে আলোচনা করা হল:

  • সীমান্ত দায়িত্ব ও কর্তব্য পালন,
  • জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা,
  • বিশিষ্ট ব্যাক্তিদের নিরাপত্তা প্রদান করা,
  • রেলওয়ে সংক্রান্ত বিষয়ে নজরদারি,
  • চোরাচালান ও মাদক পাচার সংক্রান্ত বিষয় নজর রাখা,
  • অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিষয় নজর রাখা,
  • দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে নজর রাখা।

এ ছাড়া আরও বিশেষ দায়িত্বভার থাকে এক জন আইপিএস অফিসারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE