মাধ্যমিকের মতোই এ বার কড়া নজরদারি উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও। মোবাইল ফোন, ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে ধরা পড়লেই বাতিল হয়ে যাবে পরীক্ষা। তবে, শুধু পরীক্ষাই নয় সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডই বাতিল করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ সংশ্লিষ্ট পরীক্ষার্থী আর কোনও পরীক্ষাই দিতে পারবে না। পরীক্ষার এক মাসও বাকি নেই। এমন সময়ে এই নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘কোনও পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন বা অন্য ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ধরা পড়লে চলতি বছরে সে আর পরীক্ষা দিতে পারবে না।’’
কোনও পরীক্ষার্থী এ ভাবে ধরা পড়লে আবার পরের বছর পরীক্ষা দিতে পারবে। তখন তাকে নতুন করে আবেদন করতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়ে প্রত্যেক পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। সংসদের নির্ধারিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনও স্মার্ট ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।
আরও পড়ুন:
পরীক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে শিক্ষা সংসদ। পরীক্ষার দিনগুলিতে শিক্ষক-শিক্ষাকর্মীরা যেন মোবাইল ফোন না নিয়ে আসেন। যদি কেউ মোবাইল ফোন নিয়ে আসেন, তবে তা ভেন্যু সুপারভাইজ়রের এর কাছে জমা দিতে হবে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন, স্মার্ট ফোন নিয়ে ধরা পড়ায় মোট ১৬ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। তারা কেউই চলতি বছরে আর মাধ্যমিক দিতে পারবে না।
উল্লেখ্য, চলতি বছরে উচ্চ মাধ্যমিক শুরু হতে চলেছে ৩ মার্চ, শেষ হবে ১৮ মার্চ। নির্ধারিত দিনগুলিতে সকাল ১০টা থেকে দুপুর ১টা, অর্থাৎ তিন ঘণ্টা পরীক্ষা চলবে। তবে হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে দু’ঘণ্টার মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে। ২০২৫-এর মার্চে শেষ বারের মতো বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কারণ, এর পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। ২০২৪-এ মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়ারা ওই পদ্ধতিতে প্রথম বার পরীক্ষা দেবে।