অর্থনীতি নিয়ে যাঁরা পড়েছেন, তাঁরা স্নাতকের পর স্নাতকোত্তর করতে চাইলে খোঁজ নিতে পারেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)-এ। কেন্দ্রীয় বাণিজ্য দফতরের অধীনস্থ এই প্রতিষ্ঠানে তরফে এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের কলকাতা এবং দিল্লি ক্যাম্পাস থেকে স্নাতকোত্তরের সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।
আইআইএফটি-র দু’টি ক্যাম্পাস থেকে অর্থনীতি বিষয় নিয়ে এমএ কোর্সে পড়তে পারবেন পড়ুয়ারা। স্পেশালাইজ়েশন করতে পারবেন ট্রেড এবং ফিন্যান্সে। কলকাতা এবং দিল্লি— দু’টি ক্যাম্পাসেই ১০০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। ক্লাস শুরু আগামী অগস্ট মাসে।
সংশ্লিষ্ট কোর্সে ভর্তির আবেদনের জন্য যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। তবে তাঁদের উচ্চ মাধ্যমিক স্তরে গণিত থাকতে হবে। এই কোর্সে ভর্তির জন্য কোনও বয়ঃসীমা স্থির করা হয়নি।
আরও পড়ুন:
আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ ভর্তির আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৮০০ টাকা এবং ১৬০০ টাকা। আগামী ৭ জুন আবেদনের শেষ দিন।
সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে এআই নির্ভর প্রবেশিকা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রবেশিকা পরীক্ষা হবে ২১ জুন। ফল ঘোষণা করা হবে জুনের শেষ সপ্তাহে। বাছাই পড়ুয়াদের ইন্টারভিউ হবে জুলাই মাসের মাঝামাঝি সময়ে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।