কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম) থেকে এমবিএ-র সুযোগ। পেশাদারদের জন্য মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ানো হবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই প্রতিষ্ঠানে। এই মর্মে সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে বিশদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এ জন্য অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।
২০২৫-’২৭ শিক্ষাবর্ষের জন্য সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটি দু’বছরের। যা মোট চারটি সেমেস্টারে বিভক্ত। চলতি মাসেই শুরু হবে কোর্সের ক্লাস। কোর্স ফি-র পরিমাণ ৬ লক্ষ ১০ হাজার টাকা।
সংশ্লিষ্ট কোর্সে পড়ানো হবে বিজ়নেস স্ট্যাটিস্টিকস্, ফিন্যানশিয়াল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল ইকোনমিকস্, ডেটা অ্যানালিটিকস্-এর মতো একাধিক বিষয়। স্পেশালাইজ়েশন করা যাবে মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রোডাকশন অ্যান্ড অপারেশনস্ ম্যানেজমেন্ট এবং বিজ়নেস অ্যানালিটিকস্ অ্যান্ড অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টের মতো বিষয়ে।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। সংরক্ষিতদের জন্য নম্বরের ছাড় থাকবে। এ ছাড়া, তাঁদের এগজ়িকিউটিভ বা সুপারভাইজ়ারি পদে কাজের দু’বছরের অভিজ্ঞতা থাকাও জরুরি।
সংশ্লিষ্ট কোর্সে জাতীয় স্তরে আয়োজিত ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউট টেস্ট (ম্যাট), কমন ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউট টেস্ট (সিম্যাট), জেম্যাট, এটিএমএ, জ্যাট-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণদেরই সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা। এ ছাড়া অফলাইনেও আবেদন জানানো যাবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।