জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণাধর্মী কাজ হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, স্বল্পমেয়াদি গবেষণা প্রকল্পে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। এ জন্য অনলাইনে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে প্রতিষ্ঠানেরই কল্পনা চাওলা স্পেস টেকনোলজি সেল। গবেষণার কাজটি ‘গ্রিনহাউস গ্যাস ডিটেকশন অ্যান্ড ক্লাইমেট ইনসাইট অ্যানালিসিস থ্রু সেন্সিং’ বিষয়ক।
প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ একটি। প্রকল্পে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার নিরিখে নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের ইলেক্ট্রনিক্স/ইলেক্ট্রিক্যাল/ইন্সট্রুমেন্টেশন/ন্যানোটেকনোলজিতে এমটেক থাকতে হবে। যোগ্যতার অন্য মানদণ্ডগুলি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৫ অগস্ট আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত ভাবে জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।