Advertisement
৩১ মার্চ ২০২৩
UPSC

ইউপিএসসি ইএসই-এর ইন্টারভিউয়ের দিনক্ষণ প্রকাশ, কী ভাবে দেখবেন জেনে নিন

২০২২-এর ইএসই-এর মূল পরীক্ষার ইন্টারভিউয়ের দিনক্ষণ প্রকাশ করল ইউপিএসসি। ইউপিএসসি-র সরকারি ওয়েবসাইটে পরীক্ষার্থীরা এই ইন্টারভিউয়ের দিনক্ষণ দেখতে পারবেন।

ইউপিএসসি ইএসই-এর ইন্টারভিউ

ইউপিএসসি ইএসই-এর ইন্টারভিউ গ্রাফিক্স ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩২
Share: Save:

২০২২-এর ইএসই-এর মূল পরীক্ষার ইন্টারভিউয়ের দিনক্ষণ প্রকাশ করল ইউপিএসসি। ইউপিএসসি-র সরকারি ওয়েবসাইটে পরীক্ষার্থীরা এই ইন্টারভিউয়ের দিনক্ষণ দেখতে পারবেন।

Advertisement

কমিশনের ওয়েবসাইট-https://www.upsc.gov.in এবং https://www.upsconline.in থেকে পরীক্ষার্থীরা আর কিছু দিনের মধ্যেই ইন্টারভিউয়ের ই-সমনের চিঠিটি ডাউনলোড করে নিতে পারবেন। ইন্টারভিউয়ের তারিখ ও সময় পরিবর্তন সংক্রান্ত কোনও অনুরোধই কমিশন গ্রহণ করবে না বলেও জানানো হয়েছে।

কী ভাবে ইন্টারভিউয়ের দিনক্ষণ দেখবেন?

১. প্রথমেই ইউপিএসসির সরকারি ওয়েবসাইট-https://upsc.gov.in/-এ যেতে হবে।

Advertisement

২. এর পর স্ক্রিনের ডানদিকে 'হোয়াটস নিউ' সেক্শনে গিয়ে ইউপিএসসি ইএসই ইন্টারভিউয়ের দিনক্ষণের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এ বার একটি পিডিএফ পেজ খুলবে সেখানে নিজের রোল নম্বর দিয়ে খুঁজলেই ইন্টারভিউয়ের দিন ও সময় দেখতে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউপিএসসি ইএসই-এর মূল পরীক্ষার ইন্টারভিউ আগামী ৭ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে নেওয়া হবে।

কোভিড অতিমারীর জন্য ও পুরোনো রীতি অনুযায়ী, কর্তৃপক্ষ আউটস্টেশন পরীক্ষার্থীদের ইন্টারভিউ দিতে আসার জন্য যাতায়াতের ক্ষেত্রে ন্যূনতম ভাড়াটি দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে সে ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। যথাইন্টারভিউয়ের সূচি বা ই-সমন চিঠিটি ডাউনলোডের সঙ্গে সঙ্গে আইআরসিটিসি, এম/এস বালমার লোরি এন্ড কোং, এম/এস অশোক ট্রাভেলস এন্ড ট্যুরস থেকে ন্যূনতম মূল্যের প্লেনের টিকিট সংগ্রহ করলেই তবেই সেই টাকাটি পরীক্ষার্থীরা ফেরত পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.