ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায় গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রতিষ্ঠানের একটি ইউনিটে গবেষণার কাজের জন্য অস্থায়ী ভাবে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
প্রতিষ্ঠানের অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স ইউনিটে গবেষণা প্রকল্পের কাজ সম্পন্ন হবে। এর জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।
প্রকল্পে প্রজেক্ট লিঙ্কড পার্সন বা প্রোগ্রামারের সমতুল পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে একটি। প্রকল্পের কাজে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর পর তাঁর কাজের দক্ষতা এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ৪০,০০০ টাকা।
প্রকল্পটিতে আবেদনের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে বিই/ বিটেক অথবা বিজ্ঞানের নানা বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন সি বা পাইথন প্রোগ্রামিং-এর দক্ষতাও। এ ছাড়া যোগ্যতার অন্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২১ জুলাই আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।