পরমাণুবিদ্যায় পিএইচডি করার সুযোগ খুঁজছেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের তরফে মোট ১৪টি বিষয়ে পিএইচডি প্রোগ্রামে আগ্রহীদের ভর্তি নেওয়া হবে।
বিষয় তালিকা:
স্কুল অফ অ্যাডভান্সড স্টাডিজ় ইন ইন্ডাস্ট্রিয়াল পলিউশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ কগনিটিভ সায়েন্স, স্কুল অফ এডুকেশন টেকনোলজি, স্কুল অফ ইলুমিনেশন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজ়াইন; স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স, স্কুল অফ লেজ়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ন্যানোটেকনোলজি, স্কুল অফ মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন; স্কুল অফ মোবাইল কম্পিউটিং অ্যান্ড কমিউনিকেশন, স্কুল অফ ন্যাচরাল প্রোডাক্টস স্টাডিস, স্কুল অফ নিউক্লিয়ার স্টাডিজ় অ্যান্ড অ্যাপ্লিকেশন, স্কুল অফ ওশিয়ানোগ্রাফিক স্টাডিজ়, স্কুল অফ ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ ওমেন’স স্টাডিজ় এবং অ্যাডাল্ট, কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিভাগ থেকে পিএইচডি করার সুযোগ পাবেন।
আরও পড়ুন:
কারা আবেদন করবেন?
- মাস্টার অফ সায়েন্স (এমএসসি), মাস্টার্স অফ আর্টস (এমএ), মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই), মাস্টার অফ টেকনোলজি (এমটেক), মাস্টার অফ ফার্মাসি (এমফার্ম) ডিগ্রিধারী ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
- এ ছাড়াও চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ৭৫ শতাংশ নম্বর থাকা দরকার।
- পাশাপাশি, প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এর (গেট) মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আবেদন কী ভাবে?
ডাকযোগে স্পিড পোস্ট মারফত ফর্ম পূরণের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। ২২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে।
যোগ্যতা যাচাই:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ইন্টারভিউয়ের দিন স্টেটমেন্ট অফ পারপাস অর্থাৎ গবেষণার বিষয়বস্তু সম্পর্কে ৫০০ শব্দের প্রবন্ধ লিখে আনতে হবে। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।