ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির সুযোগ রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মূল ক্যাম্পাসে একটি গবেষণাধর্মী কাজে যোগদানের সুযোগ পাবেন তাঁরা। এই প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় মন্ত্রক। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘অটোমেশন অফ এন্ড টু এন্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রি অ্যাসেসমেন্ট প্রসেস উইথ ড্যাশবোর্ড ফর স্কিম অফ ৭৯এ অফ আইটি অ্যাক্ট, ২০০০ টু নোটিফাই এগজ়ামিনার অফ ইলেকট্রনিক্স এভিডেন্স’। প্রকল্পটি কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অর্থপুষ্ট।
গবেষণা কাজের জন্য দু’জন সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার এবং তিনজন রিসার্চ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। অর্থাৎ মোট শূন্যপদ পাঁচটি। প্রকল্পটিতে তাঁদের কাজের মেয়াদ থাকবে এক বছর আট মাস। যদিও পরবর্তীকালে শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সি এবং রিসার্চ ইঞ্জিনিয়ার পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের প্রথম বর্ষে ৬৪,০০০ টাকা এবং দ্বিতীয় ৭০,৪০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে। অন্য দিকে, রিসার্চ ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের মাসিক বেতন হবে প্রথম বর্ষে ৪৪,০০০ টাকা এবং দ্বিতীয় বর্ষে ৪৮,৪০০ টাকা।
প্রতি পদের জন্য যোগ্যতার পৃথক শর্তাবলি স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে ৫০ টাকা মূল্যের বিনিময়ে আবেদনপত্র কিনতে হবে। এর পর সেটি পূরণ করে অন্য নথি-সহ তা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। আগামী ৩১ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে উভয় পদে কর্মী নিয়োগ করা হবে।