কিছু দিন আগেই দেশের মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস-এর আসন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছিল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)। সম্প্রতি আবার বিজ্ঞপ্তি জারি করে আরও কিছু আসন বৃদ্ধির কথা ঘোষণা করল কমিশন। চলতি বছরে সরকারি ও বেসরকারি কলেজগুলিতে এখনও অবধি মোট ১১,৪০০ আসন বাড়াল কমিশন।
গত ১৩ অক্টোবর প্রথমে ৯,০৭৫টি আসন বৃদ্ধির কথা ঘোষণা করে কমিশন। এর পর সেই আসনসংখ্যা বাড়িয়ে ১১,৫০০ করা হয়। শুক্রবার ফের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের ‘ভুল’ সংশোধন করে আসনসংখ্যা কমিয়ে ১১,৪০০ করা হয়। ফলে গত শিক্ষাবর্ষে মেডিক্যালের ১,১৭,৭৫০ সংখ্যক আসন ছিল, এ বার তা বেড়ে হয়েছে ১,২৮,৯২৫।
বর্তমানে নিট ইউজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েশন)-এর অল ইন্ডিয়া কোটার (এআইকিউ) তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং চলছে। যাতে যোগদান করতে পারছেন এ বছরের নিট উত্তীর্ণেরা। নাম নথিভুক্তকরণের পর এখন উত্তীর্ণেরা পছন্দের কলেজ এবং কোর্স বাছাই (চয়েস ফিলিং ও চয়েস লকিং) করছেন। এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে শনিবার মধ্যরাত পর্যন্ত। এর পর ঘোষণা করা হবে বরাদ্দ আসনের ফলাফল।
আরও পড়ুন:
নয়া নির্দেশিকা অনুযায়ী, দেশের অন্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি কলেজগুলিতেও বেড়েছে একাধিক আসন। এর মধ্যে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১০০ থেকে ১৫০, ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১০০ থেকে ১৫০, জোকার ইএসআইসিতে ১২৫ থেকে ১৫০, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ১০০ থেকে ১৫০, পুরুলিয়া, রামপুরহাট এবং রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১০০ থেকে ১৫০ হয়েছে। এই তালিকায় অন্য কলেজ ও হাসপাতাল রয়েছে।
তবে, এমস কল্যাণী, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, বারাসাত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মতো নানা কলেজের আসনসংখ্যায় কোনও রদবদল করা হয়নি।