যাঁরা মনুষ্য শরীরের রোগব্যধি নিয়ে গবেষণার কাজ করতে ইচ্ছুক, তাঁদের জন্য সুযোগ রয়েছে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স-এ (এনআইবিএমজি)। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে পিএইচডি-তে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এই প্রোগ্রামের অধীনে একাধিক ক্ষেত্র নিয়ে গবেষণামূলক কাজ করতে পারবেন পড়ুয়ারা। এ জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।
প্রতিষ্ঠান থেকে ক্রনিক অ্যান্ড মেটাবলিক ডিজ়িজ়, ইনফেকশাস অ্যান্ড ইমিউন ডিসঅরডার্স, ক্যানসার বায়োলজি, সেল অ্যান্ড মলিকিউলার মেকানিজ়মস, কম্পিউটেশনাল অ্যান্ড সিস্টেমস বায়োলজি এবং এক্সপেরিমেন্টাল প্ল্যাটফর্মস-এর মতো নানা বিষয়ে পিএইচডি করা যাবে। কেন্দ্রীয় সরকারি নিয়ম মেনে পিএইচডি চলাকালীন গবেষকদের সাম্মানিক দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বিজ্ঞানের কোনও বিষয়ে চার বছরের বিটেক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে সিএসআইআর-ইউজিসি জেআরএফ/ ডিবিটি জেআরএফ/ আইসিএমআর জেআরএফ/ ডিবিটি-বিআইএনসি/ এনবিএইচএম বা সমতুল যোগ্যতা। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
সংশ্লিষ্ট কোর্সে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে ভর্তি নেওয়া হবে। আগ্রহীদের এ জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ২৫০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৫০০ টাকা জমা দিতে হবে। আগামী ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।