চলতি মাসের শুরুতেই নিট ইউজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-আন্ডার গ্র্যাজুয়েশন) কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডের সূচি পরিবর্তন করা হয়েছিল। এ বার কাউন্সেলিংয়েরই আসন বরাদ্দের ‘প্রভিশনাল’ ফল ঘোষণা করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। বুধবার এমসিসি-র ওয়েবসাইটে প্রকাশ করা হল।
এ বছর দেশজুড়ে ৪ মে নিট ইউজি-র আয়োজন করা হয়। এর পর ফল ঘোষণা করা হয় ১৪ জুন। ভর্তির জন্য প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের পর পরিবর্তির সূচি মেনে দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হয় ৪ সেপ্টেম্বর থেকে। যা ৯ সেপ্টেম্বর শেষ হয়। কলেজগুলির জন্য কোর্স এবং আসন বাছাই (চয়েস ফিলিং)-এর সুযোগ ছিল ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। পড়ুয়ারা ‘চয়েস লক’-এর সুযোগ পান ৯ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত। এর পর তাঁদের জন্য আসন বরাদ্দ করা হয় ১০ এবং ১১ সেপ্টেম্বর নাগাদ।
আরও পড়ুন:
বুধবার ‘প্রভিশনাল’ ফল ঘোষণার পর দেখা যায়, দেশের বিভিন্ন সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি কলেজে এমবিবিএস এবং বিডিএস-এ মোট ৩১,৮৭৭ জনের আসন বরাদ্দ করা হয়। এই ফলাফল নিয়ে পড়ুয়াদের কোনও আপত্তি থাকলে, তাঁরা আপত্তি জানাতে পারবেন ১৮ সেপ্টেম্বরের মধ্যে। mccresultquery@gmail.com -এ ই-মেল পাঠিয়ে তা জানাতে হবে তাঁদের। এর পর নির্ধারিত কলেজে পড়ুয়াদের ১৮ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে উপস্থিত হতে হবে। প্রতিষ্ঠানে নথি যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে ২৬ এবং ২৭ তারিখের মধ্যে।
উল্লেখ্য, কাউন্সেলিংয়ের অল ইন্ডিয়া কোটা (এআইকিউ)-র ১৫ শতাংশের মাধ্যমে দেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং ডিমড বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে। ভর্তি হওয়া যাবে এমস, জিপমার, ইএসআইসি-র মতো প্রতিষ্ঠানেও।