আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে একটি যৌথ গবেষণা প্রকল্পে গবেষক প্রয়োজন। এই মর্মে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। প্রকল্পের কাজে নির্ধারিত মেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে। প্রকল্পের কাজে অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় মন্ত্রক এবং কলকাতার একটি বেসরকারি সংস্থা। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রের খনি মন্ত্রক এবং বেসরকারি সংস্থা বেদম ইন্ডিয়া মেটালার্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের অর্থপুষ্ট।
প্রকল্পে রিসার্চ ফেলো পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রকল্পে সর্বাধিক দু’বছর কাজের সুযোগ মিলবে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ৩৫,৮৪০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট প্রকল্পে আবেদনের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি। তবে তাঁদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজিতে এমটেক বা মাইক্রোবায়োলজিতে এমএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৪ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পরে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।