প্রদাহজনিত রোগ সম্পর্কিত গবেষণার কাজ হবে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে (এনআইবিএমজি)। সেই প্রকল্পের জন্য গবেষক প্রয়োজন। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে সে কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পে নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনে আবেদনপত্র নেওয়া হবে।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ এক বছর। এর পর তাঁর কাজের দক্ষতা এবং প্রকল্পের প্রয়োজন অনুযায়ী, এই মেয়াদ বাড়ানো হতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রতি মাসে নিযুক্ত ব্যক্তিকে সাম্মানিক বাবদ ৩১,০০০ টাকা দেওয়া হবে। এ ছাড়া মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও।
আরও পড়ুন:
প্রার্থীদের বায়োটেকনোলজি/মাইক্রোবায়োলজি/প্রাণিবিদ্যা/মলিকিউলার বায়োলজি বা সম্পর্কিত অন্য বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। উত্তীর্ণ হতে হবে সিএসআইআর ইউজিসি নেট বা গেট-এর মতো পরীক্ষায়। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডি-তে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৪ জুন আবেদনের শেষ দিন। এর পর অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য কর্মী বেছে নেওয়া হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখতে হবে।