নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ গবেষণামূলক কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে একটি জাতীয় স্তরের যৌথ প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। এ ক্ষেত্রে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
দেশে উচ্চশিক্ষার প্রসারে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা নিয়ে গবেষণার কাজ হবে বিশ্ববিদ্যালয়ে। প্রকল্পটির নাম— ‘ইন্টিগ্রেটিং ডিজিটাল টেকনোলজি উইথ টিচিং অ্যান্ড লার্নিং ইন ইন্ডিয়ান হায়ার এডুকেশন’। প্রকল্পটি নয়া দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (এনআইইপিএ) এবং এনএসওইউ-এর অর্থ সহায়তায় পরিচালিত হবে। প্রকল্পে প্রাথমিক ভাবে পাঁচ মাসের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। তবে পরবর্তী কালে এই মেয়াদ বাড়তেও পারে।
আরও পড়ুন:
-
অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্সে পিএইচডি করবেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু আবেদন প্রক্রিয়া
-
দশম এবং দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর আপলোডের মেয়াদ বাড়াল সিবিএসই
-
আইএসআই কলকাতায় কেন্দ্রীয় প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগ কোন পদে?
-
কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মখালি, কারা আবেদন করতে পারবেন?
-
এমস কল্যাণীর মাইক্রোবায়োলজি বিভাগে গবেষণার সুযোগ, অর্থ যোগাবে রাজ্য সরকার
প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। প্রতি মাসে নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে ১০,০০০ টাকা করে।
আবেদনকারীদের এডুকেশন/ ইকোনমিক্স/ স্ট্যাটিস্টিক্স/ সমাজবিদ্যা/ ভূগোল-এ স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
সল্টলেকে বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের কনফারেন্স হলে আগামী ১৯ মার্চ নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ চলবে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। আগ্রহীদের ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে যথাসময়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।