Advertisement
E-Paper

পোর্টালে পাওয়া যাবে পাঠ্যসামগ্রী, প্রান্তিক পড়ুয়াদের উচ্চশিক্ষায় সুযোগ বাড়াতে উদ্যোগী রাজ্য

গত এপ্রিল মাসে গত বছরের পোর্টালটিকেই নব কলেবরে সাজিয়ে সকলের সামনে নিয়ে আসে বিশ্ববিদ্যালয়। পোর্টালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রাপ্ত উপাচার্য ইন্দ্রজিৎ লাহিড়ী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৮:৩৭
NSOU

এনএসওইউ-র অধ্যাপকেরা। নিজস্ব চিত্র।

কেউ হয়তো পড়াশোনার সুযোগই পাননি। আবার কেউ উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। এমন পড়ুয়াদের জন্যই সরকার বেশ কিছু পদক্ষেপ করছে। চালু করা হয়েছ বেশ কিছু পোর্টাল বা ওয়েবসাইট। যেখান থেকে পড়ুয়ারা সহজেই পাঠ্যসামগ্রী জোগাড় করে নিজেদের মতো পড়াশোনা করতে পারেন। রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ও এমনই বিষয়ে উদ্যোগী হয়েছে।

২০১৭ সালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে ওপেন এডুকেশনাল রিসোর্স (ওইআর) রিপোজ়িটারি বা মুক্ত শিক্ষাসামগ্রীর ভাণ্ডারের জন্য পোর্টাল চালু করা হয়। সে বারই রাজ্যের মধ্যে প্রথম কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের এই বিষয়ে উদ্যোগী হয়। তবে, পোর্টালটি বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প হিসাবে চালু করা হয়েছিল। যার জন্য অর্থ সাহায্য করেছিল কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়ার অন্তর্ভুক্ত শাখা কমনওয়েলথ অফ লার্নিং। নয়া দিল্লির সদর দফতর থেকেই এই সংস্থা কাজ করত। কিন্তু ২০২৩-এর শেষ থেকে এই পোর্টালটি প্রযুক্তিগত কারণে অচল হয়ে যায়।

এ বছর গত এপ্রিল মাসে সেই পোর্টালটিকেই নব কলেবরে সাজিয়ে ফের প্রকাশ্যে আনে বিশ্ববিদ্যালয়। পোর্টালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রাপ্ত উপাচার্য ইন্দ্রজিৎ লাহিড়ী। আগে যেখানে পোর্টাল থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিষয়ের পাঠ্যসামগ্রী ব্যবহার করার সুযোগ ছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয় অধীনস্থ সমস্ত বিষয়ের পাঠ্যসামগ্রীই সেখানে উপলব্ধ।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রাপ্ত উপাচার্য ইন্দ্রজিৎ লাহিড়ী বলেন, "ওইআর রিপোজ়িটারিটি নবরূপে প্রকাশ করবার জন্য সকল সহকর্মীদের পরিশ্রমকে অভিবাদন জানাই। এই পোর্টালের সাহায্যে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসম্পদ সকলের জন্য উন্মোচিত হল। যা উচ্চশিক্ষা জগতের শিক্ষাসামগ্রীকে উন্মুক্ত পরিবেশে বিনামূল্যে সকলের হাতের নাগালে এনে দেবে এবং ভবিষ্যতে এই সম্ভার আরও বৃদ্ধি পাবে।"

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। নিজস্ব চিত্র।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অনলাইন এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটার, অধ্যাপিকা বর্ণালি রায়চৌধুরী বলেন, “এমন রিপোজ়িটারি প্রকল্প রাজ্যের মধ্যে প্রথম চালু হয়েছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়েই। কিন্তু সেই সময়ের বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিষয়ের শিক্ষাসামগ্রীই পড়ুয়ারা পোর্টালের মাধ্যমে ব্যবহার করতে পারতেন। প্রযুক্তিগত উন্নতির বিষয়টি মাথায় রেখেই আরও একবার খোলনলচে বদলে সকলের জন্য এই পোর্টাল চালু করার ভাবনা রয়েছে বিশ্ববিদ্যালয়ের।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বর্তমান সাইবার চ্যালেঞ্জগুলি মোকাবিলা করে, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য এই পোর্টাল চালু করা হয়েছে। এ থেকে বিভিন্ন প্রান্তিক অঞ্চলের পড়ুয়ারা বিনামূল্যে উচ্চ মানের অ্যাকাডেমিক বা গবেষণা সামগ্রী সহজেই ব্যবহার করার সুযোগ পাবেন। এই রিপোজ়িটারির সাহায্যে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনায় ওপেন লাইসেন্সের মাধ্যমে বিভিন্ন বিষয়ের স্টাডি মেটিরিয়াল, বিগত বছরগুলির প্রশ্নপত্র, অডিয়ো-ভিডিয়ো মেটিরিয়াল, সেমিনার এবং ওয়ার্কশপের রেকর্ডিং পাওয়া যাবে।

আগামী দিনে এই সংগ্রহশালা আরও বাড়বে বলে খবর। এই সমস্ত জার্নাল আর্টিক্‌ল, অডিয়ো, ভিডিয়োগুলিও ইচ্ছেমতো ডাউনলোডও করে নেওয়াও সম্ভব হবে। দিনের যে কোনও সময়েই এই পোর্টাল ব্যবহার করা যাবে।

সংশ্লিষ্ট উদ্যোগের মূল আয়োজক এবং তত্ত্বাবধায়ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অনলাইন এডুকেশনের অফিসার ইন চার্জ এবং কোঅর্ডিনেটার অধ্যাপক সোমেশ্বর ভৌমিক, ডেপুটি কোঅর্ডিনেটার অধ্যাপক সৌমেন নন্দী এবং অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটার অধ্যাপক বর্ণালি রায়চৌধুরী।

Netaji Subhas Open University education for underprivileged students 2025 free education for all 2025 NSOU Online Education Repository 20225
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy