আট থেকে আশি— সকলেরই পছন্দ অ্যানিমেটেড সিনেমা বা টিভি পর্দার কার্টুন শো। কিন্তু এই অ্যানিমেটেড বা কার্টুন চরিত্রদের কী ভাবে পর্দায় ফুটিয়ে তোলা যায়, কোন কোন প্রযুক্তির সাহায্য নিতে হয়, এ সবই অনেকের অজানা। এ বার সে সব বিষয় জানাতেই কোর্স করাবে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়। চলতি শিক্ষাবর্ষের জন্য সেখানে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। যা সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোর্সটির আয়োজক ভিস্যুয়াল আর্টস বিভাগ। এটি একটি এক বছরের সার্টিফিকেট কোর্স। এই কোর্সে ভর্তির আবেদন জানানোর জন্য কোনও বয়স সীমা বা আবেদনমূল্যও রাখা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোর্সে ১৫টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। যেখানে সরকারি নিয়ম মেনে কিছু আসন রাখা হবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য।
আরও পড়ুন:
কোর্সে ভর্তির জন্য আগ্রহীদের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলেই চলবে। আগ্রহীদের ভর্তির আবেদন জানাতে জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।