স্নাতক উত্তীর্ণ হলেই চাকরির সুযোগ পাবেন পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে। সম্প্রতি এই মর্মে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ব্যাঙ্কে একটি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে নিয়োগ হবে এমএসএমই রিলেশনশিপ ম্যানেজার পদে। মোট শূন্যপদ ৩০টি। নিযুক্তদের প্রথমে এক বছরের জন্য সমস্ত পদে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এর পর তাঁদের দক্ষতা এবং ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ সর্বাধিক তিন বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
এমএসএমই রিলেশনশিপ ম্যানেজার পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩৩ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের যোগ্যতার ভিত্তিতে বেতন কাঠামো স্থির করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয় নিয়ে স্নাতক-উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। এ ছাড়াও বিজ্ঞপ্তির অন্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে ১০০ এবং ৮৫০ টাকা। আগামী ১৮ জুন আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা, স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।