Advertisement
E-Paper

কুয়েট ইউজি নিয়ে নয়া বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া কী ভাবে সম্পন্ন হবে জানাল এনটিএ

আবেদন করার সময় কোনও সমস্যা হলে এনটিএ-র তরফে সাহায্যের ফোন নম্বর এবং ই-মেল আইডি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এনটিএ জানিয়েছে, আবেদনে যাতে পড়ুয়াদের কোনও ভুল না হয় সে জন্য আরও একবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:২৯
কুয়েট ইউজি নিয়ে নয়া বিজ্ঞপ্তি এনটিএ-র।

কুয়েট ইউজি নিয়ে নয়া বিজ্ঞপ্তি এনটিএ-র। ছবি: সংগৃহীত।

দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য উত্তীর্ণ হতে হয় কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট)। এই প্রবেশিকায় উত্তীর্ণ হলেই মেধাতালিকার ভিত্তিতে সুযোগ মেলে ভর্তি হওয়ার। ন্যাশানাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে আয়োজন করা হয় এই প্রবেশিকার। ২০২৬-এর কুয়েট ইউজি প্রবেশিকায় বসার জন্যও আবেদন প্রক্রিয়া চলছে। এই আবেদন প্রক্রিয়া নিয়েই সম্প্রতি এনটিএ-র একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কী ভাবে আবেদন করতে হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রথমে পড়ুয়াকে এনটিএ-র পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর যে আইডি এবং পাসওয়ার্ড তৈরি হবে তা দিয়ে লগ ইন করতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র পূরণ করতে হবে। পাশাপাশি নির্ধারিত আবেদনমূল্য জমা দিতে হবে। পরবর্তী প্রয়োজনের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্নের পাতাটি ডাউনলোড করে রাখা প্রয়োজন।

সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ১ হাজার টাকা, ওবিসি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য ৯০০ টাকা এবং বাকি তফসিলি জাতি ও উপজাতির জন্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে আবেদনমূল্য হিসাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্নের সময় কোনও সমস্যা হলে এনটিএ-র তরফে সাহায্যের ফোন নম্বর এবং ই-মেল আইডি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এনটিএ জানিয়েছে, আবেদন করার সময় যাতে পড়ুয়াদের কোনও ভুল না হয়, সে জন্য আরও একবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কুয়েট ইউজি ১১ মে থেকে ৩১ মে-র মধ্যে আয়োজিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে ৩০ জানুয়ারি পর্যন্ত। আবেদনমূল্য জমা দিতে হবে ৩১ জানুয়ারির মধ্যে।

Admission 2026 CUET UG
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy