স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি-র জন্য ২৯৮৯ এবং গ্রুপ ডি-তে নিয়োগের জন্য ৫৪৮৮ শূন্যপদ রয়েছে।
শিক্ষাকর্মীর শূন্যপদগুলিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে স্কুল সার্ভিস কমিশনের(এসএসসি)- ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদন করা যাবে। ৩১ শে অক্টোবর পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে। ৩১শে আগস্ট কমিশনের ওয়েবসাইটে এই নোটিফিকেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন:
ইতিমধ্যেই স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য পরীক্ষা নিতে চলেছে এসএসসি। এ বার শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করল এসএসসি। গত ৩ এপ্রিল দুর্নীতির কারণে চাকরি বাতিল হয় প্রায় ২৬০০০ শিক্ষক শিক্ষাকর্মীর। তার পর থেকে চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরা। সরকার ভাতা দেওয়ার ঘোষণা করলেও তা পরবর্তীকালে কোর্টের রায়ে স্থগিত হয়ে যায়।
আরও পড়ুন:
‘যোগ্য’ গ্রুপ সি কর্মী চাকরিহারা অমিত মণ্ডল বলেন, ‘‘নিয়োগের আবেদনের বিজ্ঞপ্তি দিয়েছে সেটা ঠিক আছে। কিন্তু আমরা আশঙ্কা করছি সুপ্রিম কোর্ট সাত দিনের মধ্যে ‘অযোগ্যদের’ তালিকা প্রকাশ করতে বলেছে। এখানে যে হেতু শিক্ষাকর্মীদের উল্লেখ নেই তাই সরকার আমাদের মধ্যে যাঁরা ‘অযোগ্য’ তাঁদের তালিকা না-ও প্রকাশ করতে পারে। এতে নিয়োগ প্রক্রিয়া আরো জটিল হয়ে যাবে।’’
গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ‘যোগ্য’ চাকরিহারার সংখ্যা ৩,৩৯৪। এর মধ্যে গ্রুপ সিতে রয়েছেন ১,২৫৫ জন। গ্রুপ ডি-তে ২১৩৯ জন। ওএমআর শিট কারচুপির অভিযোগ রয়েছে এমন ‘অযোগ্য’ প্রার্থীর সংখ্যা গ্রুপ সি তে ৭৮২। গ্রুপ ডি তে ২,১৩৯। আর আউট অফ প্যানেল শিক্ষাকর্মীর সংখ্যা ৯৯০।
ইতিমধ্যেই কী ভাবে নিয়োগ প্রক্রিয়া হবে তার বিধি বিজ্ঞপ্তি আকারে জারি করেছিল ও স্কুল শিক্ষা দফতর। এ বার নিয়োগের বিজ্ঞপ্তি ও জারি করল স্কুল সার্ভিস কমিশন।
চলতি মাসের প্রথম সপ্তাহে গ্রন্থাগারিক, করণিক (গ্রুপ সি) এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য পৃথক পৃথক নিয়োগবিধি জারি করে রাজ্যে। কাজের অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর থাকবে তিনটি পদে নিয়োগের ক্ষেত্রেই— গেজেট নোটিফিকেশনে তা উল্লেখ করেছে সরকার। শুধু তাই নয় এ ক্ষেত্রে কর্মরত (চাকরিহারা) শিক্ষাকর্মীদের বাড়তি সুবিধা থাকবে বলেই মনে করা হচ্ছে।
ওএমআরশিটে নেওয়া হবে লিখিত পরীক্ষা। থাকবে না কোনও ‘নেগেটিভ মার্কিং’। লিখিত পরীক্ষা দেওয়ার পর ওএমআরের ডুপ্লিকেট বা কার্বন কপি দিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের।
লিখিত পরীক্ষা, কাজের অভিজ্ঞতা, ইন্টারভিউ এর নিরিখেই তৈরি হবে প্যানেল। রিজিয়ান ভিত্তিক মেধাতালিকা প্রকাশ হবে।
চূড়ান্ত প্যানেল প্রকাশের পর তার মেয়াদ থাকবে এক বছর। আবেদনকারীরা ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এই তিনটি পদের জন্য। যে বছর বিজ্ঞাপন প্রকাশ হবে সেই বছরের ১ জানুয়ারির মধ্যে তার বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে। সরকারের এই নিয়োগ বিধি প্রকাশ হবার পরই এ বার নিয়োগের বিজ্ঞাপন দ্রুত দিতে চলেছে এসএসসি।