দেশে সড়ক নিরাপত্তা বৃদ্ধি করতে জাতীয় এবং রাজ্য স্তরে কী ভাবে গাড়ির গতি নিয়ন্ত্রণ নীতি কার্যকর করা যায়, তা নিয়ে গবেষণাধর্মী কাজ হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে। এ নিয়ে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে একটি আন্তর্জাতিক সংস্থা। এর জন্য শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রেসেন্ট সোসাইটিজ়। প্রকল্পে নিয়োগ হবে প্রিন্সিপাল প্রজেক্ট অফিসার পদে। শূন্যপদ একটি। প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে পাঁচ মাস। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার নিরিখে নিযুক্তদের সাম্মানিক হবে মাসে সর্বাধিক ৭৫,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৬৫ বছর। পাশাপাশি, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন/ প্ল্যানিং অ্যান্ড পলিসি বা সম্পর্কিত বিষয়ে পিএইচডি থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তরের যোগ্যতার অন্য মানদণ্ডগুলি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। মহিলা প্রার্থী বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। আগামী ২২ অগস্ট আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত ভাবে জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।