ইঞ্জিনিয়ারদের জন্য কাজের সুযোগ দেবে রাইটস লিমিটেড। সম্প্রতি রেল মন্ত্রক অধীনস্থ সংস্থার তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত শুক্রবার থেকে।
সংস্থায় সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৩০। চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে বার্ষিক ৩,৫৬,৮১৯ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, দু’বছরের পেশাদারি অভিজ্ঞতাও প্রয়োজন। এ ছাড়াও মূল বিজ্ঞপ্তিতে যোগ্যতার বাকি মাপকাঠি বিশদে জানানো হয়েছে।
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লিখিত পরীক্ষা এবং নথি যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। লিখিত পরীক্ষার আয়োজন করা হবে কলকাতা, ভুবনেশ্বর, মুম্বই, দিল্লি/গুরগাঁওয়ে। পরীক্ষা হবে ৩০ অগস্ট।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১০০ এবং ৩০০ টাকা। আগামী ২৩ অগস্ট আবেদনের শেষ দিন। এ বিষয়ে আরও জানতে হলে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।