একাধিক বিষয়ে উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে পুদুচেরি বিশ্ববিদ্যালয়। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পিএইচডি করার সুযোগ পাবেন পড়ুয়ারা।
বিশ্ববিদ্যালয় এবং এর অধীনস্থ কলেজগুলিতে অ্যান্থ্রোপোলজি, ব্যাঙ্কিং টেকনোলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি, বায়োইনফরমেটিক্স, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল টেকনোলজি, ইলেকট্রনিক মিডিয়া আর্থ সায়েন্সেস, পদার্থবিদ্যা, রসায়ন, বাণিজ্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডিজ়াস্টার ম্যানেজমেন্ট, ড্রামা অ্যান্ড থিয়েটার আর্টস, ইংরেজি, হিন্দি, ফরাসি, দর্শন, এডুকেশন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি-সহ নানা বিষয় পড়ার সুযোগ রয়েছে। সমস্ত বিষয়ের মধ্যে পদার্থবিদ্যায় রয়েছে সর্বাধিক আসন— ৭৪টি। আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা। যে সকল পড়ুয়া স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষা, ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে পিএইচডি-তে ভর্তি হওয়া যাবে। লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ সময় দু’ঘণ্টা। কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’-এ দেওয়া সংশ্লিষ্ট লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ৭৫০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ১,৫০০ টাকা। বিশেষ ভাবে সক্ষমদের জন্য ছাড় থাকবে। আগামী ৩০ জানুয়ারি আবেদনের শেষ দিন।