Advertisement
০৮ মে ২০২৪
Reserve bank of India

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদন পদ্ধতি

ঘণ্টার উপর নির্ভর করে মেডিক্যাল কনসালট্যান্টকে পারিশ্রমিক দেওয়া হবে। প্রতি ঘণ্টায় ১ হাজার টাকা করে দেওয়া হবে।

ব্যাঙ্কে চাকরির সুযোগ।

ব্যাঙ্কে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১৪:৪৭
Share: Save:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তিভিত্তিক মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

ব্যাঙ্কের মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকতে হবে।

যে কোনও হাসপাতালে বা সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিযুক্ত কর্মীর বাসস্থান ব্যাঙ্ক থেকে ৩ বা ৫ কিলোমিটার দূরত্বের মধ্যে হওয়া প্রয়োজন।

ঘণ্টার উপর নির্ভর করে মেডিক্যাল কনসালট্যান্টকে পারিশ্রমিক দেওয়া হবে। প্রতি ঘণ্টায় ১ হাজার টাকা করে দেওয়া হবে। কর্মস্থল হবে রাঁচি। ৩১ মার্চ ’২৬ পর্যন্ত চুক্তি বহাল থাকবে।

আবেদন প্রক্রিয়া

ইচ্ছুক প্রার্থীদের প্রথমে আরবিআই-এর এই https://www.rbi.org.in/ ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। এর পর প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিয়ে হবে। ১৭ ফেব্রুয়ারি ’২৩ বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে আরবিআই-এর এই ওয়েবসাইটটি দেখুন—https://www.rbi.org.in/

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE