প্রশ্ন ভুল ছিল প্রাথমিক টেট-এ। আদালতের নির্দেশে ওই প্রশ্নের জন্য সমস্ত পরীক্ষার্থীকে এক নম্বর দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। কিন্তু কাদের এই নম্বর দিতে হবে, তা-ই না কি জানা নেই পর্ষদের। সে তথ্য চেয়েই এ বার সিবিআইকে চিঠি দিল পর্ষদ।
জানা গিয়েছে, ২০১৭ প্রাথমিক টেট-এ পরিবেশবিদ্যা বিভাগে একটি প্রশ্নের উত্তর হিসাবে যে চারটি অপশন ছিল— সবই ভুল। তাই গত ২৪ নভেম্বর হাই কোর্ট পর্ষদকে নির্দেশ দিয়েছিল ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন সকলেই। তার ফলে যদি কেউ টেট উত্তীর্ণ হয়ে যান, তা হলে তাঁকে নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে।
আরও পড়ুন:
নাম প্রকাশে অনিচ্ছুক পর্ষদের এক কর্তা জানান, নম্বর তাঁরা দেবেন ঠিকই, কিন্তু কাদের দেবেন। কার কত নম্বর বা়ড়বে— তা তাঁরা জানেন না। ওই কর্তার দাবি, “আমরা আদালতে সব রায় মেনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করছি। একটি মাত্র প্রশ্ন ভুল ছিল। যাঁরা এই প্রশ্নটির উত্তর দিয়েছেন, তাঁদেরই নম্বর দিতে হবে। কিন্তু সে জন্য সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন। সেই তথ্য আমাদের হাতে নেই। তাই তা সিবিআই এর কাছ থেকে চাওয়া হয়েছে।”
জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করার সময় সিবিআই সমস্ত তথ্য বাজেয়াপ্ত করেছে। এই মুহূর্তে তাদের কাছেই রয়েছে ২০১৭ নিয়োগ সংক্রান্ত যাবতীয় হার্ডডিক্স। ফলে কাদের নম্বর বেড়েছে এবং কোন প্রার্থীকে সেই নম্বর দিতে হবে সে তথ্য নেই পর্ষদের কাছে। এমনকি, যে তৃতীয় পক্ষের সাহায্য নিয়ে পর্ষদ ফলপ্রকাশ করেছিল, এ তথ্যভান্ডার তাদের হাতেও নেই বলে পর্ষদের দাবি।
তাই পর্ষদ, সিবিআইয়ের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে। যত দিন পর্যন্ত সমস্ত তথ্য হাতে না আসছে, তত দিন আদালতের নির্দেশ মেনে নম্বর সংক্রান্ত জটিলতা মেটানো সম্ভব নয়। সূত্রের খবর, সিবিআইয়ের তরফে তথ্য না পেলে পর্ষদ ফের আদালতের মুখাপেক্ষী হবে।