Advertisement
E-Paper

প্রেসিডেন্সির প্রবেশিকা নিয়ে জট, জয়েন্ট বোর্ড নিয়ে সন্তুষ্ট নয় অ্যাডমিশন কমিটি

২০১৬ সাল থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিয়ে আসছে জয়েন্ট বোর্ড। বর্তমান পরিস্থিতিতে বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্ববিদ্যালয়ের আডমিশন কমিটির সদস্যেরাই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ২২:১৭

—ফাইল চিত্র।

জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি) উপর আস্থা হারাচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়! পুজোর পর বিশ্ববিদ্যালয় আ্যাডমিশন কমিটি নিতে চলেছে চূড়ান্ত সিদ্ধান্ত। ২০১৬ সাল থেকে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিয়ে আসছে জয়েন্ট বোর্ড। বর্তমান পরিস্থিতিতে বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্ববিদ্যালয়ের আডমিশন কমিটির সদস্যেরাই। বোর্ডের হাতে থাকার জন্য বিশ্ববিদ্যালয় স্বশাসিত হয়েও ভর্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না। তাই ভর্তির প্রক্রিয়া নিজেদের হাতে নেওয়ার পক্ষে অ্যাডমিশন কমিটির সদস্যরা।

সোমবার ১১ অগস্ট থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরে ভর্তির আবেদন নেওয়া শেষ হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশিত হবে স্নাতকোত্তরে আবেদনের দিনক্ষণ। ইতিমধ্যেই স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যাদবপুরে। ‌ কিন্তু প্রেসিডেন্সিতে এখন‌ও পর্যন্ত স্নাতক বা স্নাতকোত্তরের প্রক্রিয়া শুরু করতে পারল না জয়েন্ট বোর্ড।

সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন কমিটির বৈঠক হয়েছিল। সূত্রের খবর, ওই বৈঠকে উপস্থিত সদস্যেরা প্রশ্ন তুলেছেন রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলি প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব নিজের হাতে রাখতে পারলে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কেন পারবে না। পাশাপাশি সময় যত অতিক্রান্ত হচ্ছে ভাল ছাত্র পাওয়ার ক্ষেত্রে আশঙ্কা তৈরি হচ্ছে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুজো মিটলেই অ্যাডমিশন কমিটি একটি রিভিউ বৈঠক করবে। আর সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হাতে থাকবে না রাজ্য জয়েন এন্ট্রান্স বোর্ডের হাতে।

বিশ্ববিদ্যালয় এক কর্তা জানিয়েছেন, চলতি বছর স্নাতক এবং স্নাতকোত্তরের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে জয়েন্ট বোর্ড। স্নাতকের তালিকা প্রকাশ বাকি। স্নাতকোত্তরের ক্ষেত্রে বিজ্ঞপ্তি দেওয়া সম্পন্ন হয়ে গেছে। শুধু আবেদন গ্রহণ শুরু করা বাকি। জটিলতা কাটিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারে সে দিকটা আগে গুরুত্ব দিচ্ছি। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী সিদ্ধান্তের দিকে আমরা ভাবব।

স্নাতকের ৯ অগস্ট ও স্নাতকোত্তরের ৮ অগস্ট শুরু হবার কথা ছিল আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া শেষ হবে ১১ অগস্ট। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করে ‘কনফারমেশন পেজ’ ডাউনলোড করা যাবে ১২ অগস্ট। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ১৯ অগস্ট থেকে ২৪ অগস্টের মধ্যে।

২৪ অগস্ট বোর্ডের তরফে স্নাতকোত্তরের প্রবেশিকার আয়োজন করা হবে। ওইদিন দুপুর ২টো থেকে সাড়ে ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। ফল ঘোষণা করা হবে ৩১ অগস্ট।

উল্লেখ্য, দীর্ঘ টালবাহানার পর ৭ অগস্ট, বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে ফের সেই ফলপ্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মামলায় নতুন ওবিসি তালিকা নিয়ে আপত্তি জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। আদালত বলেছে, নতুন ওবিসি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না। তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরনো বিধি মেনেই।

বিচারপতির মন্তব্য, ‘‘আপাতত নতুন ওবিসি তালিকা মেনে ১০টি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা যাবে না। মেধাতালিকা প্রকাশ করতে হলে ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্রকে মান্যতা দিয়েই৷’’ ফলে বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ হয়নি। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আয়োজিত আরও একাধিক পরীক্ষার ফলপ্রকাশও আপাতত জটিলতার মধ্যে পড়ে গিয়েছে। যার জেরে অনিশ্চয়তার মুখে রাজ্যের প্রায় তিন লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ।

Presidency University PUMDET 2025 PUBDET 2025 WBJEE
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy