‘ওয়ার্ল্ড বুক ফেয়ার’ আয়োজিত হতে চলেছে দিল্লিতে। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্ব বইমেলা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে।
নতুন দিল্লির আন্তর্জাতিক কনভেনশন ও প্রদর্শনী কেন্দ্র ভারত মণ্ডপমে চলবে আট দিনব্যাপী এই বইমেলা। ন্যাশনাল বুক ট্রাস্ট আয়োজিত এই মেলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও যোগ দিতে পারবেন। ইউজিসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু পড়ুয়াই নয়, বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষা মন্ত্রক অধীনস্থ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিভাগের সংস্থাগুলি স্টল বসানোর সুযোগ পাবেন। স্টলে শিক্ষাগত সাফল্য, নতুন কিছু উদ্ভাবন, প্রকাশনা এবং গবেষণার কাজ প্রদর্শনীতে রাখা যাবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ‘নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার’ প্রায় ৫০ বছরের পুরনো একটি বইমেলা। যেখানে প্রতি বছরই দেশের বিভিন্ন প্রকাশক ও আন্তর্জাতিক প্রকাশক সংস্থাগুলি তাদের স্টল দেন এই বইমেলায়। অনেকেই নতুন বই প্রকাশও করেন। এ বারই প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য আলাদা ঘর রাখার ব্যবস্থা করা হয়েছে।